দ্রব্যমূল্যের বাজার ভালোভাবে নিয়ন্ত্রণে এসেছে: পরিকল্পনামন্ত্রী

বিআইডিএস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: মো. আসাদুজ্জামান/স্টার

সেপ্টেম্বরে মূল্যস্ফীতির পরিমাণ ঘোষণা করতে না পারলেও দ্রব্যমূল্যের বাজার ভালোভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ সোমবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তবে তিনি মূল্যস্ফীতির পরিমাণ ঠিক কত কমেছে তা উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

অনুষ্ঠানে মূল্যস্ফীতি 'ভালোভাবে' কমার কারণ হিসেবে সরকারের কৌশলগত ব্যবস্থা বা উদ্যোগকে কৃতিত্ব দেন পরিকল্পনামন্ত্রী। একই সঙ্গে আগামী মাসে মূল্যস্ফীতি আরও কমবে বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি বলেন, '১ কোটি পরিবারকে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করার কারণে মূল্যস্ফীতি কমেছে। এর মাধ্যমে প্রায় ৪ কোটি মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়েছেন।'

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক ফলাফলের পরবর্তী যাচাই কার্যক্রম বিআইডিএস আগামী ১০-১৬ অক্টোবর পরিচালনা করবে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক  সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

49m ago