বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ আছে: প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভার্চুয়ালি এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: মো. আসাদুজ্জামান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল) উদ্বোধন করেছেন।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, 'বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের সেরা স্থান। বাংলাদেশ বিশ্বের সেরা বিনিয়োগ-বান্ধব জায়গা। বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ আছে। আমরা এখানে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছি।'

তিনি আরও বলেন, 'সরকার দেশের অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দ দেবে।'

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সুমিতমো কর্পোরেশনের সভাপতি ও সিইও মাসাইউকি হিয়োদো এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উদ্বোধনী বক্তব্যে বলেন, 'জাপানের ৩০টি কোম্পানিসহ প্রায় ৪০টি কোম্পানি, এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। পুরো অর্থনৈতিক অঞ্চল খুলে দিলে এখানে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ হবে।

তিনি বলেন, 'এখানে ১ লাখ লোককে চাকরি দেওয়া হবে। সিঙ্গার ও জার্মান কোম্পানি রুডলফের সঙ্গে এরই মধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।'

জাপানের ২টি কোম্পানিও আজ ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

52m ago