১৫ আগস্ট দেশের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি

cyber-attack
রয়টার্স ফাইল ফটো

দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান আগামী ১৫ আগস্ট সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্কতা জারি করেছে সরকার।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) আজ শুক্রবার এ সতর্কতা জারি করেছে।

ধর্মভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ এ হামলার হুমকি দিয়েছে বলে রেসপন্স টিম জানিয়েছে।

সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

এসব প্রতিষ্ঠানকে ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিজিডি ই-জিওভি সিআইআরটি'র প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগস্ট একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংকগুলোতে সাইবার হামলার হুমকি দিয়েছে। 

গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের পরিবহন সেবায় ১ ঘণ্টা হামলার হুমকি দিয়েছিল এবং এসব সেবার ওয়েবসাইট প্রকৃতই হামলার শিকার হয়েছিল।

২৭ জুন আরেকটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের সরকারি কলেজের ওয়েবসাইট হ্যাক করে। ২৪ জুন হ্যাকার গ্রুপ বাংলাদেশের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে।

ঝুঁকি মোকাবিলায় সার্বক্ষণিক নেটওয়ার্কের ওপর নজরদারি, বিশেষ করে অফিস বন্ধ থাকার সময়টায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। এছাড়া ব্যবহারকারীদের কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা এবং ডেটা অপসারণের যেকোনো ইঙ্গিতের দিকে নজর রাখার কথা বলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago