জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া আবারও সেরা করদাতা

সেরা করদাতা, কাউছ মিয়া, এনবিআর, হাকিমপুরী জর্দা,
কাউছ মিয়া। ফাইল ছবি

গত কয়েক বছরের মতো আবারও সেরা করদাতা হয়েছেন জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া। তিনি হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী।

২০২২-২৩ করবর্ষে 'ব্যবসায়ী' ক্যাটাগরিতে এই ব্যবসায়ী সেরা করদাতার তালিকায় জায়গা পেয়েছেন।

তিনি ছাড়াও ব্যবসায়ী ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার তালিকায় আরও তিন জন আছেন। তারা হলেন- গাজী গোলাম মূর্তজা, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম এবং এস এম মাহবুবুল আলম।

২০১৬-১৭ অর্থবছরে কাউছ মিয়ার পরিবারকে কর বাহাদুর খেতাব দেয় এনবিআর। জর্দার ব্যবসার জন্য কাউছ মিয়া সুপরিচিত হলেও শুরু থেকেই তিনি এই ব্যবসায় ছিলেন না। তার প্রধান ব্যবসা ছিল স্টেশনারি পণ্যের। ১৯৮৮ সালে তিনি জর্দা ব্যবসায় নামেন।

কাউছ কেমিক্যাল ওয়ার্কের সত্তাধিকারী কাউছ মিয়া কর দিচ্ছেন ১৯৫৮ সাল থেকে।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ওই গেজেট থেকে এসব তথ্য জানা গেছে।

Comments

The Daily Star  | English
Biman Bangladesh Airlines buying Boeing aircraft

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

2h ago