এপেক্স ফুটওয়্যারের ৯ বছরে সর্বোচ্চ মুনাফা

এপেক্স
এপেক্স গত অর্থবছরের তুলনায় পাঁচ দশমিক ৫৬ শতাংশ বেশি মুনাফা করেছে। ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যার গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছে। এর পরিমাণ ১৭ কোটি ৬৩ লাখ টাকা।

গত ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরে দেশি প্রতিষ্ঠানটি এই মুনাফা অর্জন করে। এটি আগের অর্থবছরের ১৬ কোটি ৭০ লাখ টাকার তুলনায় পাঁচ দশমিক ৫৬ শতাংশ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের হালনাগাদ তথ্য অনুসারে, এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।

অ্যাপেক্স বলেছে, 'স্টক ডিভিডেন্ডের উদ্দেশ্য মূলধন পর্যাপ্ততা উন্নত করা। রিটেইনড আর্নিংসকে পরিশোধিত মূলধন হিসাবে ব্যবহার করা।'

এপেক্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪৭৪ টাকা ৩৭ পয়সা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৮২ টাকা ৫৫ পয়সা।

জুতা তৈরির প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরে পণ্য ও পরিষেবা বিক্রি থেকে আয় কম হওয়া ও কম কর দেওয়ার জন্য এনওসিএফপিএস বেড়ে যাওয়াকে দায়ী করেছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড ১৯৯০ সালে রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে ব্যাকওয়ার্ড লিংকেজে বিনিয়োগ করে। ১৯৯৬ সালের মধ্যে এপেক্স বর্জ্য শোধনাগার প্রতিষ্ঠা করে।

১৯৯৭ সালে অ্যাপেক্স খুচরা বিক্রির জন্য শাখা 'গ্যালারি অ্যাপেক্স' চালু করে। ২০০০ সালে ব্যবসা প্রসারে 'অ্যাপেক্স' ও 'মুচি' মিলে ব্র্যান্ডিং শুরু করে। পরিচালন দক্ষতা বাড়াতে অ্যাপেক্স ২০০৬ সালে কারখানার সরাসরি মডেল গ্রহণ করে।

২০১৮ সালের মধ্যে অ্যাপেক্স দেশের বৃহত্তম খুচরা জুতা বিক্রেতা প্রতিষ্ঠানে পরিণত হয়। সারাদেশে এর ২৫০টিরও বেশি শাখা আছে।

আজ মঙ্গলবার এপেক্সের শেয়ারের দাম এক দশমিক ২৯ শতাংশ বেড়ে ২৪৩ টাকা হয়েছে।

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

2h ago