বিজিএমইএর প্রশাসক হলেন আনোয়ার হোসেন 

রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিজিএমইএ, বাণিজ্য মন্ত্রণালয়,
আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে, গত ২৪ আগস্ট বিজিএমই'র সভাপতি এস এম মান্নান কচি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন বোর্ড গঠন করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বোর্ড গঠন প্রক্রিয়া সঠিক ছিল না।

এছাড়া, পুনর্গঠিত বোর্ড সাধারণ সদস্যদের করা অভিযোগগুলোর যথাযথ সমাধান করতে পারেনি। ফলে সরকার একজন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রে শ্রমিক বিক্ষোভসহ চলমান অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। 

এতে বলা হয়, পুনর্গঠিত পর্ষদ কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে না পারায় সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

8h ago