জুলাই-সেপ্টেম্বরে ইউনাইটেড পাওয়ারের মুনাফা ১২৭ শতাংশ

ইউনাইটেড পাওয়ার
ইউপিজিডিসিএল। ছবি: সংগৃহীত

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বেশি আয় ও ডলারের বিনিময় হারে স্থিতিশীলতার কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাপক মুনাফা করেছে।

গত জুলাই থেকে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৭ শতাংশ বেড়ে ৪১৮ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে।

অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানটি বলছে, বিদ্যুতের পাইকারি দাম বেড়ে যাওয়া ও ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় এ প্রবৃদ্ধি হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইউপিজিডিসিএলের শেয়ার নয় দশমিক ৯৮ শতাংশ বেড়ে ১৪১ টাকা এক পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে সাত টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল তিন টাকা ১২ পয়সা।

উচ্চ সুদ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে টাকা পেতে দেরি হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ প্রবাহ পাঁচ টাকা ১৯ পয়সা থেকে কমে এক টাকা ৮৫ পয়সা হয়েছে।

এই সময়ে ইউপিজিডিসিএল সমন্বিত আয় এক হাজার ১৪৭ টাকা ৫০ লাখ টাকা। মোট আদায়ের পরিমাণ ৫৯২ কোটি ৮০ লাখ টাকা।

নির্বিঘ্নে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা নিশ্চিত করতে নগদ টাকার চাপ সত্ত্বেও প্রতিষ্ঠানটি সরবরাহকারীদের ৪৫০ কোটি ৮০ লাখ টাকা দিয়েছে।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago