সঞ্চয়পত্র লেনদেনযোগ্য হওয়া উচিত: গভর্নর

বিনিয়োগকারীরা যেন নগদ সম্পদ হিসেবে বিবেচনা করতে পারেন, সে জন্য সঞ্চয়পত্রকে লেনদেনযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সেমিনারে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, সঞ্চয়পত্র যদি লেনদেনযোগ্য হয়, তাহলে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে।
তিনি বলেন, সঞ্চয়পত্রের পাশাপাশি ট্রেজারি বন্ডও সহজলভ্য ও লেনদেনযোগ্য হওয়া উচিত, যাতে এগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
গভর্নর বলেন, টোলভিত্তিক সড়ক, মহাসড়ক, মেট্রোরেল প্রকল্প ও সেতুগুলো বন্ড ইস্যুর মাধ্যমে সিকিউরিটাইজ করা যেতে পারে।
তিনি আরও বলেন, বন্ডের মাধ্যমে সরকার অবকাঠামো উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করতে পারে।
আহসান এইচ মনসুর বলেন, বন্ড ইস্যু না করে বেসরকারি খাত ও সরকার যদি শুধু ব্যাংকের ওপর নির্ভর করে অর্থায়ন করতে থাকে তাহলে আর্থিক ব্যবস্থায় সমস্যা তৈরি হতে থাকবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার বন্ড বাজারকে প্রমোট করার জন্য কাজ করছে।
বন্ড ও শরিয়াভিত্তিক সুকুক বাজার নিয়ে এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই।
Comments