গান প্রশংসিত হওয়ার পর ‘দাগ’ মুক্তি পাচ্ছে

'দাগ' ওয়েব ফিল্মের একটি দৃশ্যে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

শহরের একটি ডাস্টবিনে হঠাৎ এক নবজাতক পাওয়ার গল্প নিয়ে সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন ওয়েব সিনেমা 'দাগ'। মুহাম্মদ আবু রাজীনের গল্প এবং কল্লোল কবিরের চিত্রনাট্যে ও সংলাপে নির্মিত এই ওয়েব সিনেমাটি আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে চরকিতে। 

ওয়েব সিনেমাটি মুক্তি পাওয়ার আগে অর্ক মুখার্জির কণ্ঠে 'দাগ' সিনেমার 'টান পড়েনি আগে' গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছে। গানটির কথা লিখেছেন হাসিবুর রেজা কল্লোল, সুর দিয়েছেন জাহিদ নিরব ও খালেদ মুন্না।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আইশা খান ও নিশাত প্রিয়ম।

মোশাররফ করিম বলেন, 'দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম, কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পটা দর্শক ভিন্নভাবে দেখতে পাবে। সেইসঙ্গে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে।'

আইশা খান বলেন 'নিজেকে চালানোর মানসিক প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো বিশেষ প্রস্তুতি নেইনি। ইরা চরিত্রটিকে নিয়ে চলাটাই বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে।'

নিশাত প্রিয়ম বলেন, 'খুব অসাধারণ একটা গল্প নিয়ে বানানো হয়েছে দাগ। আমি দর্শক হিসেবে আসলে এই ধরনের গল্পই দেখতে চাই। পাশাপাশি মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করাটাও খুব ভালো লাগার।' 

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

25m ago