সহশিল্পী মোশাররফ করিম সম্পর্কে যা বললেন রুনা খান

রুনা খান। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'হালদা' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা খান। আরও কয়েকটি সিনেমা করে প্রশংসিত হয়েছেন। টেলিভিশন নাটকে একটা সময় বেশ সরব ছিলেন। ওটিটিতেও ব্যস্ততা যাচ্ছে তার। তিনটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। সম্প্রতি মোশাররফ করিমের বিপরীতে 'বোহেমিয়ান ঘোড়া' নামের নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন।

অভিনয়জীবনের ব্যস্ততাসহ নানা বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রুনা খান।

তিনি বলেন, 'বোহেমিয়ান ঘোড়া' সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। তার পরিচালনায় আগেও কাজ করেছি। নতুন করে এটি করলাম। আমার ক্যারিয়ারে সাড়া জাগানো গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের পরিচালক ছিলেন তিনি। তার পরিচালনায় কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'বোহেমিয়ান ঘোড়া সিরিজের চিত্রগ্রহণে ছিলেন খসরু ভাই। অনেকদিন পর তার সঙ্গে কাজ করা হলো।'

'বোহেমিয়ান ঘোড়া' সিরিজে আটজন নায়িকা অভিনয় করেছেন। এই আটজন নারীর বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সম্পর্কে রুনা খান বলেন, মোশাররফ করিম সবসময় অসাধারণ। অভিনেতা হিসেবে তিনি কত বড় মাপের তা সবারই জানা। সহশিল্পী হিসেবে তাকে পাওয়া মানে কাজটি অনেক উচ্চতায় পৌঁছে যায়।

'আটজন নারী শিল্পী অভিনয় করেছেন। প্রত্যেকে মোশাররফ করিমের সঙ্গে পর্দায় আছেন। সহশিল্পী হিসেবে তিনি অতুলনীয়। ভীষণ সহযোগিতা করেন শুটিং করার সময়। মোশাররফ করিম এমন একজন শিল্পী যার ওপর ভরসা করা যায়। তিনি কেবল নিজের অভিনয় নিয়ে নিয়ে ভাবেন না, সবার কাজ নিয়ে ভাবেন।'

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

এই অভিনেত্রী আরও বলেন, মজার ব্যাপার হচ্ছে আজ মোশাররফ ভাই ফোন করেছিলেন। বলেছেন, বোহেমিয়ান ঘোড়া সিরিজের ডাবিং করতে গিয়ে তোর অংশটুকু দেখেছি। অনেক ভালো করেছিস।

রুনা খান বলেন, ২০০৭ সালে মোশাররফ করিমের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করি। তারপর অনেক নাটক, টেলিফিল্ম, ওয়েবের কাজ হয়েছে। সিনেমাও করেছি। দেশের বাইরেও শুটিং করেছি।

'বোহেমিয়ান ঘোড়া' সিরিজের চরিত্রটি কী রকম, জানতে চাইলে তিনি বলেন, একজন আত্মবিশ্বাসী নারীর চরিত্রে অভিনয় করেছি। যে স্বাধীনচেতা মানুষ। এখানে অভিনয় করার অনেক সুযোগ ছিল।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

নতুন যে তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন রুনা খান, সেগুলো হচ্ছে—মাসুদ পথিকের 'বক', কৌশিক শংকর দাশের 'দাফন' ও জাহিদ হোসেনের 'লীলামন্থন'।

রুনা খান বলেন, তিনটি নতুন সিনেমায় তিন রকমভাবে দর্শকরা আমাকে দেখবেন।

'পাপ কাহিনী' নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তা ছাড়া, খুব শিগগিরই নতুন একটি শর্ট ফিল্মের শুটিং শুরু করবেন। এটি পরিচালনা করবেন সোহেল রানা বয়াতি।

Comments

The Daily Star  | English

The untold history of why Khaleda Zia entered politics

Why did Khaleda Zia, a typical housewife who had become widow at a critical age in terms of Bangladesh's culture, join politics?

1h ago