ছয় মাসে আলোচিত ছয় সিনেমা

ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ২০টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ব্যবসাসফল হয়েছে শুধু ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। বছরের প্রথমদিকে যেসব ঢাকাই সিনেমা মুক্তি পেয়েছিল, তার একটাও তেমন ব্যবসাসফল হয়নি কিংবা আলোচনায় আসতে পারেনি। যেমন: 'মেকআপ', 'রিকশা গার্ল', 'বলি', 'ময়না', 'জ্বলে জলে তারা', 'মধ্যবিত্ত' ইত্যাদি।

এপ্রিলে ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে আলোচনার শীর্ষে ছিল শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় নির্মিত সিনেমাটি বাজেট ১৫ কোটি টাকা। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, ৫০ দিনে ৭৫ কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও দীর্ঘদিন ধরে সিনেমাটি চলেছে।

ঈদুল ফিতরে দ্বিতীয় আলোচিত সিনেমা 'দাগি'। শিহাব শাহীন পরিচালিত সিনেমায় আফরান নিশো দারুণ প্রশংসিত হয়েছেন। তার বিপরীতে ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকেই। প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তথ্যমতে, সিনেমাটির সর্বমোট গ্রস সেল ১০ কোটি টাকা।

ঈদুল ফিতরে তৃতীয় আলোচিত সিনেমা এম রাহিম নির্মিত 'জংলি'। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দীঘি, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু। সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রায় পাঁচ কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহায় মুক্তি পায় ছয়টি সিনেমা। এসব সিনেমার মধ্যে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে শাকিব খান অভিনীত, রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমাটি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু। সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, মুক্তির ২২তম দিনে সর্বমোট মাল্টিপ্লেক্স গ্রস সেল ১০ কোটি টাকা।

ঈদুল আজহায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর নির্মিত সিনেমা 'উৎসব'। এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। মাল্টিপ্লক্সে 'উৎসব' সিনেমাটি সবচেয়ে বেশি হাউজফুল শো যাচ্ছে। সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির ২২ দিনে সাড়ে তিন কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

ঈদুল আজহায় তৃতীয় আলোচিত সিনেমা 'ইনসাফ'। সঞ্জয় সমাদ্দার নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর। সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি এক কোটি টাকার টিকিট বিক্রি করেছে মাল্টিপ্লেক্সে। ব্যবসাসফল না হলেও আলোচিত হয়েছে সিনেমাটি।

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

15h ago