আমলনামা মুক্তির তারিখ জানা গেল

আমলনামা
ছবি: সংগৃহীত

নির্মাতা রায়হান রাফী এবার আসছেন চরকি অরিজিনাল ফিল্ম আমলনামা নিয়ে। এটির অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। তারপর ৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেও নানা ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, 'কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেশার আছে'।

শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন–'আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু'। কামরুজ্জামান কামুর 'আমাকে এবার পিছমোড়া করো' কবিতা থেকে নেওয়া হয়েছে লাইন দুটি। ট্রেলারের জন্য আবৃত্তি করেছেন কবি নিজেই। সিনেমাটিতে তিনি অভিনয়ও করেছেন।

সিনেমাটি চরকিতে আসছে ১২ মার্চ রাত ১২টা ১ মিনিটে। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, তমা মির্জা, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা। রায়হান রাফীর গল্পে আমলনামার চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।      

নির্মাতা রায়হান রাফী বলেন, 'গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। তবে আমি বিশেষভাবে বলতে চাই এটা একজন বাবারও গল্প।'

Comments

The Daily Star  | English

BNP holds meeting with Yunus

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

1h ago