ক্রিটিক চয়েজে সেরার পুরস্কার জিতল ‘সিনপাট’

মোহাম্মদ তাওকীর ইসলামের 'সিনপাট' ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে ক্রিটিক চয়েজে সেরার পুরস্কার জিতেছে।
আজ রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত এ ঘোষণা দেওয়া হয়।
এই সিরিজটি আরও পুরস্কার জিতেছে, সেরা পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম, সেরা অভিনেত্রী জিন্নাত আরা এবং সেরা সাউন্ড ডিজাইন আদীপ সিং মানকি। এই সাফল্য সিরিজটিকে বাংলাদেশের অন্যতম সেরা ডিজিটাল প্রযোজনার স্বীকৃতি এনে দিয়েছে।
মোহাম্মদ তাওকীর ইসলাম ২০২২ সালে প্রথম বাংলা সিরিজ 'শাটিকাপ' দিয়ে পরিচিতি পান। দুই বছরের বিরতির পর 'সিনপাট' দিয়ে আবার ফিরেছেন। ফিরেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
তাওকীর ইসলাম বলেন, গল্পকে আমাদের মূল সংস্কৃতির সঙ্গে ঠিক রেখে সিনপাটে চেষ্টা করেছি নতুন কিছু করতে। দর্শকদের ভালো প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, স্থানীয় গল্প ঠিকভাবে উপস্থাপন করতে পারলে খুব ভালো প্রভাব ফেলতে পারে।
Comments