ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডস

মোশাররফ করিম পেলেন সেরা অভিনেতার পুরস্কার

মোশাররফ করিম সেরা অভিনেতা

প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম 'আধুনিক বাংলা হোটেল'-এ অভিনয়ের জন্য 'ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

আজ রোববার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তার দক্ষ ও প্রাণবন্ত অভিনয় দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। নাটকের কাহিনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও মোশাররফ করিমের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

এই সিরিজটি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। কাজী আসাদ জিতেছেন সেরা চিত্রনাট্যকার (সমালোচক পুরস্কার) এবং জাহিদ নীরব পেয়েছেন সেরা ব্যাকগ্রাউন্ড সংগীতের স্বীকৃতি।

খাবারের প্রতি এক অদ্ভুত আকর্ষণকে ঘিরে এই সিরিজ তৈরি হয়েছে। এখানে বাংলা খাবারকে একদিকে গল্পের পটভূমি, আরেকদিকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রতিটি পর্বের নাম রাখা হয়েছিল স্থানীয় খাবারের নামে। যেমন—'বোয়াল মাছের ঝোল', 'খাসির পায়া' ও 'হাঁসের সালুন'। গত বছর হ্যালোইনে শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার নতুন পর্ব প্রচার হয়।

'আধুনিক বাংলা হোটেল' অভিনয়শিল্পীদের পারফরম্যান্স ও সৃজনশীলতার জন্য প্রশংসিত হয়েছে। এটি বছরজুড়ে আলোচিত ওটিটি প্রযোজনাগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে।

Comments

The Daily Star  | English
Chief Justice Refaat Ahmed July revolution statement

July revolution did not seek to overturn constitution: Chief Justice

Outgoing CJ Refaat says movement aimed to purify constitutional engagement

2h ago