ঢাকাই সিনেমায় সুবাতাস

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় বইছে সুবাতাস। এই সুবাতাস যদিও ঈদকেন্দ্রিক সিনেমাকে ঘিরে, তারপরও সিনেমাপাড়া হঠাৎ সরব হয়ে উঠেছে। দর্শকরা ভিড় করছেন প্রেক্ষাগৃহে। অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। হাউসফুল যাচ্ছে কোনো কোনো সিনেমার। ঢাকাই চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারা বছরব্যাপী অব্যাহত থাকলে দেশের সিনেমা শিল্প সোনালি সময়ে ফিরে যেতে পারবে।

ঈদের সিনেমা মুক্তির ১১তম দিন চলছে আজ। টিকিট বিক্রির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে 'বরবাদ' সিনেমা। তারপরই মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে 'দাগি' সিনেমার কথা। 'জংলি' সিনেমাও দেখছেন দর্শকরা। 'চক্কর ৩০২' সিনেমার শো কম হলেও দর্শকরা সেটি দেখছেন।

এর আগে এক ঈদে 'পরাণ' ও 'হাওয়া' বেশ সাড়া ফেলেছিল। দর্শকরা খুব ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। তখনো ঈদকেন্দ্রিক ঢাকাই সিনেমা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছিল। বিরতির পর আবারও ঈদের সিনেমা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রেক্ষাপট।

এদিকে তিনটি সিনেমার টিকিট পাচ্ছেন না দর্শকরা। একটি হচ্ছে শাকিব খান অভিনীত 'বরবাদ'। অপর দুটি হচ্ছে আফরান নিশো অভিনীত 'দাগি' ও সিয়াম আহমেদ অভিনীত 'জংলি'। এই তিনটি সিনেমার অনেকগুলো শো হাউসফুল গেছে। সেই সঙ্গে অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে গেছেন।

গতকাল থেকে 'জংলি' সিনেমার শো বাড়ানো হয়েছে। 'দাগি' সিনেমার শো বেড়েছে। সবচেয়ে বেশি শো পেয়েছে 'বরবাদ'।

ঈদকেন্দ্রিক ঢাকাই সিনেমার সুবাতাসে খুশি চলচ্চিত্রের মানুষেরা। পরিচালক, প্রযোজক ও শিল্পীরা নতুন করে স্বপ্ন দেখছেন। ঈদে যাদের সিনেমা মুক্তি পেয়েছে তারা সবচেয়ে বেশি খুশি।

শহীদুজ্জামান সেলিম অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। তিনি বলেন, ঈদকেন্দ্রিক হলেও ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে। এটি আমাদের দেশের সিনেমার জন্য খুবই ইতিবাচক দিক। এভাবে যদি বছরজুড়ে ভালো ভালো সিনেমা মুক্তি দেওয়া যেত, তাহলে দেশের সিনেমা দ্রুত ঘুরে দাঁড়াত।

তমা মীর্জা অভিনীত 'দাগি' সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে। দর্শকরা বেশ ভালোভাবে নিয়েছেন এটি। মুক্তির পর টানা কয়েকদিন হাউসফুল গেছে। কেউ কেউ  টিকিটও পাননি। তমা মীর্জা বলেন, আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। দর্শকরা ভালো গল্পের সিনেমা পেলে প্রেক্ষাগৃহে দেখতে যান। তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। 'দাগি'সহ আরও কয়েকটি সিনেমা এবারের ঈদেও তাই প্রমাণ করেছে।

ঢাকাই সিনেমায় সুবাতাস সত্যিই বইছে কী, এমন প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ বলেন, ঈদের এই সময়ে নিঃসন্দেহে বলতেই পারি ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে। হোক না এটা উৎসবকেন্দ্রিক। তারপরও তো বইছে। আমাদের দরকার এর ধারাবাহিকতা ধরে রাখা।

মোশাররফ করিম অভিনীত 'চক্কর ৩০২' মুক্তি পেয়েছে এবারের ঈদে। ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে, এমন প্রশ্ন শুনে তিনি বলেন, আমাদের দেশের সিনেমার রয়েছে সোনালি অতীত। অসংখ্য ব্যবসাসফল সিনেমা আমাদের আছে। এবারের ঈদের সিনেমাগুলো মানুষ দেখছেন। এটা আশার কথা। ভালো লাগার কথা। এই সুবাতাস অব্যাহত থাকুক।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

50m ago