আসছে ‘এইচবিও ম্যাক্স’, ঘরে বসেই দেখা যাবে হ্যারি পটার

এইচবিও ম্যাক্স। ছবি: সংগৃহীত
এইচবিও ম্যাক্স। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গেম অব থ্রোনস, হ্যারি পটার ও লাস্ট অব আস-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমার ভক্তদের জন্য আগামী ১৫ অক্টোবর একটি বিশেষ দিন হতে চলেছে।

সেদিনই বাংলাদেশে ওয়ার্নার ব্রাদার্সের বহুল আলোচিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'এইচবিও ম্যাক্স'-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। এখন থেকে নিজ ঘরের আরামদায়ক পরিবেশে, সম্পূর্ণ বৈধভাবে এসব বিশ্বখ্যাত সিনেমা ও সিরিজ দেখা যাবে।

সম্প্রতি বিনোদন জগতের অন্যতম বড় প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশে স্ট্রিমিং সেবা চালুর ঘোষণা দেয়।

স্ট্রিমিং ব্যবসাকে আরও বড় করতে এই উদ্যোগ নিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। হ্যারি পটার, সুপারম্যান, আ মাইনক্রাফট মুভি ও ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস-এর মতো সিনেমা এবং হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস ও গেম অব থ্রোনস এর মতো সিরিজ শুধু এইচবিও ম্যাক্সেই দেখা যায়। 

ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্লোবাল স্ট্রিমিং এবং গেমসের প্রেসিডেন্ট জেবি পেরেট জানান, 'এ বছরের শুরুতে আমরা সাফল্যের সঙ্গে অস্ট্রেলিয়া ও ইউরোপে আমাদের সেবা চালু করেছি। এই ধারায় বিশ্বজুড়ে ভক্তদের কাছে অনন্য বিনোদনমূলক কনটেন্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।'

'এ বছরের শেষ নাগাদ ১০০টিরও বেশি দেশে এইচবিও ম্যাক্স পাওয়া যাবে। ২০২৬ সালে এই তালিকায় আরও দেশ যুক্ত হবে', যোগ করেন তিনি ।

বাংলাদেশে যেসব কনটেন্ট দেখা যাবে

বাংলাদেশে এই সেবা চালুর প্রথম দিন থেকেই গ্রাহকরা এইচবিও অরিজিনাল, ম্যাক্স অরিজিনাল ও ওয়ার্নার ব্রাদার্স হিটস ক্যাটেগরির কনটেন্টগুলো দেখতে পাবেন।

পাশাপাশি একই সেবার আওতায় ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি ও এইচজিটিভির কন্টেন্টও দেখা যাবে। 

আসিতেছে!। স্ক্রিণশট: এইচবিও ম্যাক্স
আসিতেছে!। স্ক্রিণশট: এইচবিও ম্যাক্স

গ্রাহকদের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে ২৭ অক্টোবর থেকে চালু হতে যাওয়া নতুন সিরিজ ইট: "ওয়েলকাম টু ডেরি"। স্টিফেন কিং-এর ভৌতিক গল্প 'ইট'-কে ঘিরে ইতোমধ্যে দুইটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।

এবার সেই গল্প ও কেন্দ্রীয় চরিত্র হত্যাকারী ক্লাউন 'পেনিওয়াইস'কে ঘিরে নতুন সিরিজটি তৈরি হয়েছে। প্রিকুয়েল ধাঁচের ওই সিরিজে পেনিওয়াইসকে ৬০ এর দশকে দেখতে পাবেন দর্শকরা।

এ ছাড়াও এইচবিও ম্যাক্সে লাস্ট অব আস, হাউস অব দ্য ড্রাগন ও দ্য পেঙ্গুইনের মতো সিরিজ দেখা যাবে। পাশাপাশি, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বিয়ার্স, টম অ্যান্ড জেরি ও লুনি টিউনসের মতো শোগুলো। দ্য পেপার ও মবল্যান্ডের মতো অরিজিনাল সিরিজ ও গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়াসেঁ'র মতো তথ্যচিত্র থাকবা এতে।

বিশেষ ইন্টারফেস ও অন্যান্য সুবিধা

যেকোনো প্রথম সারির স্ট্রিমিং সেবার মতো এইচবিও ম্যাক্সেও থাকবে মোবাইল, টিভি ও অন্যান্য ডিভাইসের জন্য বিশেষায়িত অ্যাপ। 

ড্রাগনের বাড়ির সদস্যদের দেখা যাচ্ছে। ছবি: এইচবিও ম্যাক্স
ড্রাগনের বাড়ির সদস্যদের দেখা যাচ্ছে। ছবি: এইচবিও ম্যাক্স

লঞ্চের সময় অ্যাপে যেসব ফিচার থাকবে বলে জানা গেছে, তা হলো:

  • একাধিক ডিভাইসে স্ট্রিমিং করার সুযোগ।
  • ফিল্টারসহ সার্চ সুবিধা
  • জনরা অনুযায়ী কনটেন্ট দেখার সুযোগ
  • এক অ্যাকাউন্টে পৃথক অ্যাভাটারসহ সর্বোচ্চ পাঁচটি আলাদা প্রোফাইল তৈরির সুযোগ
  • 'কন্টিনিউ ওয়াচিং' সুবিধা
  •  অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোড অপশন

তবে এসব অপশন মোটামুটি সব স্ট্রিমিং সেবাতেই পাওয়া যায়।

একবার বসে একটি সিনেমার যতটুকু অংশ দেখেছেন, পরের বার আবার ঠিক সেখান থেকেই দেখা শুরু করতে পারার অপশনটিকেই 'কন্টিনিউ ওয়াচিং' বলা হয়েছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে না কতটুকু দেখেছেন।

শিশুদের জন্য আলাদা 'কিডস' প্রোফাইল তৈরি করে সেটাতে বয়সসীমা বেধে দেওয়া যায়। যার ফলে ওই প্রোফাইল ব্যবহারকারী শিশুরা প্রাপ্তবয়স্কদের উপযোগী কন্টেন্ট দেখতে পাবে না।

যেভাবে গ্রাহক হবেন

হ্যারি পটার সিনেমার একটি দৃশ্য। ছবি: এইচবিও ম্যাক্স
হ্যারি পটার সিনেমার একটি দৃশ্য। ছবি: এইচবিও ম্যাক্স

১৫ অক্টোবর থেকে সরাসরি এইচবিও ম্যাক্সের ওয়েবসাইট থেকে এই সেবা পাওয়া যাবে। আগামী কয়েক সপ্তাহে পেমেন্ট অপশনসহ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে ওয়ার্নার ব্রাদার্স।

ইতোমধ্যে বাংলাদেশে বিদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্মের (ওটিটি নামেও পরিচিত) মধ্যে অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স বেশ জনপ্রিয়তা পেয়েছে। এইচবিও ম্যাক্সও গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে বলেই সংশ্লিষ্টরা মত দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

10h ago