‘ময়ে ময়ে’ গানের উৎস কী, কেনইবা ভাইরাল হলো

‘ময়ে ময়ে’
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ফেসবুক ছেয়ে গেছে 'ময়ে ময়ে' মিম দিয়ে। এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানেন না এর অর্থ কী। তবে প্রায় সবারই চোখে পড়েছে এসব মিম ও ভাইরাল পোস্ট। 

জানা গেছে, ময়ে ময়ে একটি সার্বীয় ভাষায় রচিত গান, যেটি প্রায় সব জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। 

স্বভাবতই প্রশ্ন জাগে, কোথা থেকে এই 'ময়ে ময়ে' গান এলো, এবং কেন এটা টিকটক ও ফেসবুকে ট্রেন্ডিং? টিকটক থেকেই এর সূত্রপাত। একটি গানের অংশবিশেষ 'ময়ে ময়ে' টিকটকে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ভিডিও বানানোর হিড়িক পড়ে যায়। এক সপ্তাহের মধ্যে এটি ফেসবুক রিল ও ইউটিউব শর্টেও জনপ্রিয়তা পায়।  

ময়ে ময়ে থিমের একটি মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ময়ে ময়ে থিমের একটি মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইতোমধ্যে 'চৌধুরী সাহেব, আমি গরীব হতে পারি, কিন্তু ময়ে ময়ে', বা 'ঘুমাতে পারি না সারা রাত ধরে, মনের ভেতর ময়ে ময়ে করে', এরকম বেশ কিছু মিম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

'ময়ে ময়ে' লেখা হলেও এর উচ্চারণ 'ময়ে মরে'। এই গানের আকর্ষণীয় সুর ও বারবার 'ময়ে ময়ে' বা 'ময়ে মরে'র পুনরাবৃত্তি সবার মনোযোগ কেড়ে নিতে পেরেছে। কেউ কেউ বিষয়টি উপভোগ করলেও, অন্যেরা এটাকে নিয়ে মজা করতেও ছাড়ছেন না। বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে এটি ট্রেন্ডিং বিষয় হিসেবে বিবেচিত। 

দেশের মানুষ 'ময়ে মরে' শব্দাংশের অর্থ না বুঝলেও বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সংগীতজ্ঞরা এই মোহনীয় সুরের মায়াজালে আটকা পড়েছেন। মূল গানটির নাম 'ড্যানাম'। এর দৈর্ঘ্য ২ মিনিট ৫৪ সেকেন্ড। 

এই ভাইরাল গানটি গেয়েছেন সার্বিয়ার গায়িকা ও সুরকার তেয়া দোরা। গানের ভিডিওতেও তাকে দেখা যায়। গানের কথাগুলো যৌথভাবে লিখেছেন তেয়া দোরা ও সার্বীয় র‍্যাপার স্লোবোদান ভেলকোভিক কোবি। অপরদিকে এতে সুর দিয়েছেন লোকা জোভানোভিক। 

ময়ে ময়ে থিমের একটি মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ময়ে ময়ে থিমের একটি মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গানটি সার্বিয়ার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান রেইম ও জুনির ভেতারের ব্যানারে গত ২২ মার্চ ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ দেওয়া হয়। আজ বুধবার দুপুর পর্যন্ত জুনির ভেতারের ইউটিউব চ্যানেলে এটি প্রায় ৪ কোটি ৭০ লাখ ভিউ পেয়েছে। 

রিলিজের ৬ মাসেরও বেশি সময় পর এ সপ্তাহে টিকটকে ভাইরাল হওয়ার পর হুহু করে বাড়ছে এই গানের ভিউ। 

এ ছাড়া গান শোনার স্ট্রিমিং অ্যাপ স্পটিফাইতেও সাড়ে ৭ কোটি বার শোনা হয়েছে এই গানটি। 

ময়ে ময়ে খ্যাত গানটির ভিডিও

সামাজিকযোগাযোগ মাধ্যম থ্রেডসে গতকাল মঙ্গলবার এক পোস্টে শ্রোতাদের উদ্দেশে তিনি লিখেছেন, 'গানটি নিয়ে অনেকে ভালোলাগার কথা জানিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। সার্বিয়া থেকে গানটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে ভালোবাসা পাচ্ছি। আপনাদের জন্য ভালোবাসা রইল।'

ময়ে ময়ে থিমের একটি মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ময়ে ময়ে থিমের একটি মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সার্বীয় ভাষায় 'মরে' শব্দের অর্থ দুঃস্বপ্ন। এই গানের কথা ও সুরে বিষাদ ছড়ানো আছে। গানে না পাওয়ার যন্ত্রণা আছে। শিল্পী গানে বলছেন, তাকে দিনের পর দিন দুঃস্বপ্ন (মরে) তাড়া করে বেড়ায়। এই দুঃস্বপ্ন তার হতাশা ও বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। দুঃস্বপ্নের ঘোরে নিজেকে ফেলনা মনে করেন। এর মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান। তিনি চান, কেউ তার পাশে এসে দাঁড়াক। তাকে কেউ বুঝুক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক।

 

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago