সন্তানের জন্য বাবা কুমার বিশ্বজিতের ‘নিবিড় অপেক্ষা’

ছেলে নিবিড় ও কুমার বিশ্বজিৎ
ছেলে নিবিড় ও কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রায় এক বছর।

এ কারণে শিল্পীর গতিময় সংগীত ক্যারিয়ারে নেমে এসেছে হঠাৎ নীরবতা। অপেক্ষার কঠিন এই নীরবতাই গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছেন গীতিকার হাসানুজ্জামান মাসুম ও সংগীত পরিচালক কিশোর দাশ। 

কুমার বিশ্বজিতের কণ্ঠে 'নিবিড় অপেক্ষা' গানটি আগামীকাল শুক্রবার অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে।  

কুমার বিশ্বজিৎ বলেন, 'প্রথমেই বলি, এটাকে আমি গান বলতে চাই না। এটা এক পিতার আর্তি। ভাবিনি নিবিড় ও তার সহপাঠীদের এই মর্মান্তিক দুর্ঘটনার পর আবারও গাইব। সেই মানসিক শক্তি বা আগ্রহটাই মরে গেছে।'

'মাসের পর মাস এই দূর পরবাসে ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকি, ওর কণ্ঠ শোনার অপেক্ষায়। নিবিড়ের তিন সহপাঠীর অনুপস্থিতি আমাকে প্রতিনিয়ত পিতৃসমতুল্য বেদনায় আচ্ছন্ন করে,' বলেন এই শিল্পী।

তিনি আরও বলেন, 'মাঝে আমি কয়েকদিনের জন্য ঢাকায় গিয়েছিলাম। তখন কিশোর একটা গান করার জন্য বারবার অনুরোধ করছিল। বারবার ওদের ইগনোর করেছি। কারণ গানটা তো প্রাণ দিয়ে করেছি আজীবন। এখন তো আর আমার ভেতরে সেই প্রাণটা নেই।'

'ওরা এরপরও একটা ডামি বানিয়ে আমাকে শোনালো। শুনে মনে হলো, কথাগুলো তো আমারই,' কুমার বিশ্বজিৎ যোগ করেন। 

গত বছর ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোর স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় সড়ক দুর্ঘটনায় কুমার নিবিড় গুরুতর আহত হন। নিবিড় সেখানকার হাম্বার কলেজের শিক্ষার্থী।

 

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

11h ago