কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর গান ‘ভাল্লাগছে না’

মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী ও কৌশিক হোসেন তাপস। ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশের তাপসের সঙ্গে নতুন একটি গান করেছেন। 

টিএম রেকর্ডসের 'ভাল্লাগছে না' শিরোনামে গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস।

গতকাল রোববার গানটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

গানটির কথা-'জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না...'

মিমি বলেন, 'এটা এমন একটি কথার গান, যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম।'

'এটি ভক্তদের জন্য নতুন বছরের উপহার,' বলেন তিনি।

তাপস বলেন, 'মিমি যেমন ভালো অভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়।'

'ভাল্লাগছে না' প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago