বনানীতে বাবার কবরে শায়িত শাফিন আহমেদ

শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

আকাশ জুড়ে মেঘ, চারিদিক থমথমে। ঝিরিঝিরি বৃষ্টিতে ক্রন্দনরত ঢাকা। দুপুর ২টা ১০ মিনিট বনানী কবরস্থানের গেটের সামনে অসংখ্য মানুষ অপেক্ষায়। কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানাবেন তারা। 

সহকর্মী, সংগীতাঙ্গনের মানুষ, ভক্তরা কেউ দাঁড়িয়ে আছেন ফুল হাতে, কেউ ফুলের তোড়া নিয়ে। 

দুপুর ২টা ২০ মিনিটে কবরস্থানের গেটে এলেন ব্যান্ড তারকা মাকসুদ, নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, শেখ মনিরুল ইসলাম টিপু। তাদের মুখে বিষাদের ছায়া। নিজেদের মধ্যে হালকা স্বরে কথা বলছেন। 

শাফিন আহমেদের কবরের সামনে ভাই হামিন। ছবি: স্টার

২টা ২৫ মিনিটে শাফিন আহমেদের লাশবাহী গাড়ি প্রবেশ করল বনানী কবরস্থানের গেটের কাছে। ভাই হামিন আহমেদসহ পরিবারের সদস্যরা এগিয়ে গেলেন কবরস্থানের গেটের ভেতর। 

মরদেহ নামিয়ে নিয়ে যাওয়া হলো বাবা-মায়ের কবরের পাশে। বাবা কমলের কবরেই শায়িত করা হলো শাফিন আহমেদকে।

ঘড়িতে তখন ২টা ৪০ মিনিট, আকাশে তখনো কালো মেঘের আনাগোনা। পাশেই বরেণ্য কণ্ঠশিল্পী মা ফিরোজা বেগমের কবর। ভাই শাফিন আহমদের কবরের পাশে চুপচাপ বসলেন হামিন আহমেদ। 

শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন নকীব খান, মাকসুদসহ আরও অনেকেই। ছবি: স্টার

ছলছল একজোড়া চোখে কবরের দিকে একদৃষ্টিতে দেখলেন, ভাই শাফিনের কবরে মাটি দেওয়ার পর মায়ের নামফলকে জমে থাকা কাদামাটি নিজ হাতে যত্ন করে মুছে দিলেন। 

কণ্ঠশিল্পী শাফিন আহমদকে শ্রদ্ধা জানাতে আরও এসেছিলেন পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, শুভ্রদেব, ইকবাল আসিফ জুয়েল, প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী, আঁখি আলমগীর, তাপস, গীতিকার রনিম রহমান, জুলফিকার রাসেল, প্রবর রিপন, সুজন আরিফ, সৈয়দ শহীদ, এনামুল কবির সুজন প্রমুখ।

শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম ও বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত।

মাইলস ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদের কণ্ঠে শ্রোতাপ্রিয় গানের তালিকায় একক অ্যালবাম ও ব্যান্ডের গানের তালিকায় রয়েছে 'চাঁদ তারা সূর্য', 'প্রথম প্রেমের মতো', 'গুঞ্জন শুনি', 'সে কোন দরদিয়া', 'ফিরিয়ে দাও', 'ধিকি ধিকি', 'পাহাড়ি মেয়ে', 'কি যাদু', 'কতকাল খুঁজব তোমায়', 'হৃদয়হীনা', 'স্বপ্নভঙ্গ', 'জ্বালা জ্বালা', 'শেষ ঠিকানা', 'পিয়াসী মন', 'বলব না তোমাকে', 'জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন', 'আজ জন্মদিন তোমার', 'প্রিয়তমা মেঘ' গানগুলো।

শাফিন আহমেদ ২৫ জুলাই ভোর ৬টার দিকে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Comments

The Daily Star  | English

Ducsu AGS candidates: Rights, safety, reforms their top agendas

A total of 25 candidates are contesting for the post of assistant general secretary (AGS) in this year's Dhaka University Central Students' Union (Ducsu) election, scheduled for September 9.

14h ago