নির্ঝরের কথা-সুরে সন্ধ্যায় আসছে বাপ্পার গান

ছবি: সংগৃহীত

স্থপতি-নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা-সুরে 'কেন হাতের মুঠোর মধ্যেখানে' শিরোনামের গান নিয়ে আসছেন তারকা সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় 'এক নির্ঝরের গান' প্রকল্পের আওতাভুক্ত মৌলিক এ গানটি প্রকাশিত হচ্ছে গানশালা-ইকেএনসি ইউটিউব চ্যানেলে।

গানটিতে সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ কামরুল ইসলাম সুজন। গানের শুরুর কথাগুলো হলো—'কেন হাতের মুঠোর মধ্যেখানে কলম মৃতদেহ, কেন আদালতের মন বিভাজন শুধুই সন্দেহ।'

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মাঝামাঝি থেকে 'এক নির্ঝরের গান' প্রকল্পের উদ্যোগে গানশালা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে নয়টি অ্যালবামে সন্নিবেশিত ৬৩টি মৌলিক গানের সংকলন 'যেটা আমাদের নিজের মতোন'।

প্রকাশের এ পর্যায়ে আসছে বাপ্পা মজুমদারের গাওয়া গানটি। তিনিসহ সংকলনটিতে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, অর্ণব, সোমনুর মনির কোনাল, সভ্যতা, ফারহিন খান জয়িতাসহ ৫৪ জন নবীন ও প্রবীণ শিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন ১২ জন তরুণ সঙ্গীত পরিচালক। এই সংকলনে নয়টি অ্যালবামের প্রতিটিতে সাতটি করে গান রয়েছে।

সংকলনের সবগুলো গানের কথা লিখেছেন, সুর দিয়েছেন এনামুল করিম নির্ঝর। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এনামুল করিম নির্ঝর স্থাপত্য, চলচ্চিত্র ও সঙ্গীতসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সৃজনশীল-সামাজিক উদ্যোগ নিয়েছেন। এর ভেতর সঙ্গীত উদ্যোগের প্রথম প্রয়াস মৌলিক গান নির্মাণের এ প্রকল্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গানশালা মৌলিক গান নির্মাণের নিয়মিত চর্চা করে যাচ্ছে। যার ভিত গড়তে প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক সামাজিক দায়বদ্ধতাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার, সুরকার, শব্দ প্রকৌশলী, সঙ্গীতায়োজক ও প্রযোজকদের জন্য একটি ছাউনি তৈরি করা। যার মাধ্যমে তারা সৎভাবে অর্থ উপার্জন করবে। একসময় তারাই এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেবে।

 

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago