‘আলাউদ্দিন আলীর সুরে যে মাদকতা তা আর কারও মধ্যে পাইনি’

আলাউদ্দিন আলী। ছবি: স্টার

আলাউদ্দিন আলী বাংলা গানের অনন্য এক সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। তার সুর করা গানের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। আলাউদ্দিন আলী ২০২০ সালের ৯ আগস্ট মৃত্যুবরণ করেন। আজ এই কিংবদন্তির পঞ্চম প্রয়াণদিন।

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ আলাউদ্দিন আলী বিষয়ে ডেইলি স্টারকে বলেন, 'একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন তিনি। তার সুরে যে মাদকতা থাকতো, তা আর কারও মধ্যে পাইনি। ভায়োলিন বাজাতেন বলে ইমোশনের বিষয়গুলো খুব ভালোভাবে থাকত তার গানে। তার গান করতে হলে নিঃশ্বাসে দম থাকতে হতো। প্রচুর দমের খেলা থাকত গানগুলোর মধ্যে।'

'প্রথমবার আমি ১৯৮২ সালে আলাউদ্দিন আলীর সুরে "ইন্সপেক্টর" সিনেমায় প্লেব্যাক করি। তার সুরে গান করা ছিল শিল্পীদের জন্য স্বপ্নের। আমার সেই গান পছন্দ করায় সিনেমাটির নায়কের কণ্ঠে প্রতিটি গান গেয়েছিলাম। আলাউদ্দিন আলীর সুরে "প্রেমিক" সিনেমায় 'তুমি কী করিলা' ও 'আমি যে প্রেমে পড়েছি' গানগুলো আজও শ্রোতাদের পছন্দের তালিকায় আছে। তাকে নিয়ে আরেকটা কথা না বললেই নয়—তা হলো, তার গানের রেকর্ডিং মানেই স্টুডিওতে পিকনিক শুরু হয়ে যেত। অন্যরকম আবহ থাকত। তাকে খুব খুব মিস করি।'

মিতালী মুখার্জির কণ্ঠে 'এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই' গানটি শোনেননি এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। কালজয়ী এই গানটির কথা ও সুর আলাউদ্দিন আলীর। এমন অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন এই কিংবদন্তি।

আলাউদ্দিন আলীর সুরে আমজাদ হোসেন পরিচালিত 'গোলাপি এখন ট্রেনে' সিনেমার গান দিয়ে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। 'ফকির মজনু শাহ' সিনেমার গানের মাধ্যমে তার নাম স্থায়ী হয়ে যায় শিল্পের এই ধারায়। তিনি গান করলেই তা শ্রোতাপ্রিয় হয়ে উঠত।

আলাউদ্দিন আলীর দর্শকপ্রিয় ও কালজয়ী গানের তালিকায় রয়েছে—'একবার যদি কেউ ভালোবাসতো', 'যে ছিল দৃষ্টির সীমানায়', 'প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ', 'ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়', 'দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়', 'হয় যদি বদনাম হোক আরও', 'আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার', 'সুখে থাকো ও আমার নন্দিনী', 'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি' ও 'বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম'।

এ তালিকায় আরও আছে—'যেটুকু সময় তুমি থাকো কাছে', 'এমনও তো প্রেম হয়', 'সবাই বলে বয়স বাড়ে', 'আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা', 'শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে', 'কেউ কোনো দিন আমারে তো কথা দিল না', 'পারি না ভুলে যেতে', 'জন্ম থেকে জ্বলছি মাগো', 'আমার মনের ভেতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে', 'হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ', 'চোখের নজর এমনি কইরা' ও 'হারানো দিনের মতো'সহ আরও অনেক গান।

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

2h ago