আসছে সময়ের ৪ জনপ্রিয় শিল্পীর গান

প্রকাশিত হতে যাচ্ছে এনামুল করিম নির্ঝরের নতুন অ্যালবাম 'বুঝলাম'। তার কথা ও সুরে এ অ্যালবামে থাকছে চারটি নতুন গান।
গেয়েছেন সময়ের চার জনপ্রিয় শিল্পী—সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
অ্যালবামের গানগুলো হলো: সোমনুর মনির কোনালের কণ্ঠে 'দৃশ্যের ছায়া', মাশা ইসলামের কণ্ঠে 'বুঝলাম', অন্তরা রহমানের কণ্ঠে 'বোঝাপড়া শব্দটা', দোলা রহমানের কণ্ঠে 'থাকলে সাহস'।
গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
অ্যালবাম প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, 'অনেকদিন ধরে এক ধরনের অনিশ্চিত সময় কাটাচ্ছি। যা চাই, বাস্তবতার সঙ্গে তার মিল পাচ্ছি না। এমন সময়ে মুনের সঙ্গে আলাপ করতে গিয়ে মনে হলো, আমরা কথা নিয়ে চেষ্টা করছি, কিন্তু সুর ও সংগীতায়োজনে যদি ভিন্নতা আনা যায়, তাহলে শিল্পীরা কথার সাথে তাদের বাস্তবতাকেও সংযুক্ত করতে পারবেন। সেই চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।'
আসছে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যালবামের প্রকাশযাত্রা। প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ হবে। যাত্রার শুরু হবে সোমনুর মনির কোনালের গাওয়া গান 'দৃশ্যের ছায়া' দিয়ে।
'বুঝলাম' অ্যালবামের সব গান পাওয়া যাবে গানশালা— ইকেএনসি ইউটিউব চ্যানেলে।
Comments