আইয়ুব বাচ্চুর অনেক স্মৃতি থাকবে মগবাজার মিউজিয়ামে

Ayub Bachchu
ছবি: স্টার

আইয়ুব বাচ্চুর স্মৃতি ধরে রাখতে রাজধানীর মগবাজারে গড়ে উঠছে দেশের প্রথম 'আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব'।

আইয়ুব বাচ্চুর স্ত্রী ও ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, মগবাজারে তৈরি হচ্ছে 'আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব'। প্রায় ১০ কাঠা জায়গাজুড়ে নির্মিত হতে যাওয়া এই মিউজিয়ামে আইয়ুব বাচ্চুর জীবন, সংগীত, শিল্পভুবনের অজস্র স্মৃতি ও সম্পদ সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, 'আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্ম যেন কাছ থেকে আইয়ুব বাচ্চুর জীবন, তার সংগ্রাম ও সৃষ্টির গল্প জানতে পারে। এ জন্যই এই মিউজিয়াম তৈরি হচ্ছে। তবে প্রকল্পটি বাস্তবায়নে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার।'

আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহকর্মী আবদুল্লাহ আল মাসুদ বলেন, 'এই মিউজিয়ামে শুধু গিটার নয়, থাকবে তার টি-শার্ট, হ্যাট, ক্যাপ, রোদচশমা থেকে শুরু করে স্টেজ কস্টিউম পর্যন্ত। এবি কিচেন-এর আদলে তৈরি একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও থাকবে সেখানে।

মিউজিয়ামের পাশাপাশি থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন ও নতুন শিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও, আরও জানান তিনি।

এর আগে, আইয়ুব বাচ্চুর জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে 'রুপালি গিটার' নামে একটি স্মারক ভাস্কর্য নির্মাণ করা হয়।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

53m ago