হৃদি হকের সিনেমা দেখে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা

ছবি: শাহ আলম সাজু

মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন হৃদি হক। `১৯৭১ সেইসব দিন' নামের সিনেমাটি আজ বুধবার রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দেখেছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তার সঙ্গে ছিলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। আরও ছিলেন নায়ক ফেরদৌস, সাজু খাদেম, হৃদি হকসহ একঝাঁক অভিনয়শিল্পী।

ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত সিনেমাটি দেখা শেষ করে প্রেক্ষাগৃহে কেঁদে ফেলেন সুবর্ণা মুস্তাফা। নীরবে চোখের জল ফেলেন। অনেক দর্শকই কেঁদেছেন।

তারপর প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে ফের কাঁদেন সুবর্ণা মুস্তাফা। দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন।

সুবর্ণা মুস্তাফা বলেন, 'হৃদি অসাধারণ একটি সিনেমা বানিয়েছে। মুক্তিযুদ্ধকে গভীরভাবে তুলে ধরেছে। এখানে আবেগটা দুর্দান্তভাবে উঠে এসেছে। দর্শকদের সিনেমাটি কাঁদাবে, ভাবাবে ও মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।'

হৃদি হক বলেন, 'সুবর্ণা মুস্তাফার আবেগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি অনেক খুশি।'

উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত '১৯৭১ সেইসব দিন' সিনেমাটি গত ১৮ আগস্ট মুক্তি পেয়েছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

29m ago