মৃত্যুর ১৫ বছর পর নায়ক মান্নার নতুন সিনেমার মুক্তি

Manna-1.jpg
প্রয়াত চিত্রনায়ক মান্না। ছবি: সংগৃহীত

মৃত্যুর ১৫ বছর পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক মান্না অভিনীত 'জীবন যন্ত্রণা' সিনেমাটি। আগামী ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান নায়ক মান্না। এটি তার অভিনীত শেষ সিনেমা। 

সিনেমায় মান্না ছাড়াও আছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ আরও অনেকে।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি মুক্তিযুদ্ধের সিনেমা, সে কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।'

তিনি আরও বলেন, '"লীলামন্থন" নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। এরপরও সিনেমাটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শকদের জন্যই মুক্তি দেবো সিনেমাটি।'

২০২১ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। খোরশেদ আলম খসরুর সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago