বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

ছবি: আয়মান সাদিকের ফেসবুক থেকে নেওয়া।

বিয়ে করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক এবং লেখক, বক্তা, জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ।

আজ শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএস মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আয়মান ও মুনজেরিন তাদের ফেসবুক পেজে খবরটি ও বিয়ের ছবি শেয়ার করেছেন। আয়মান ছবির ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।' মুনজেরিন ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, ফাউন্ড মাই স্টার।'

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভক্তরা তাদেরকে শুভেচ্ছা-শুভকামনা জানিয়েছেন।

আয়মান সাদিক ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের বৃহত্তম অনলাইন লার্নিং প্ল্যাটফরম। মুনজেরিন শহীদ প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ও ইংরেজি প্রশিক্ষক হিসাবে কাজ করছেন।

বেশকিছু ধরেই তাদের দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল। পরে  গত বুধবার তাদের তাদের ঘনিষ্ঠ কয়েকজনের সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে।

 

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

4h ago