'অপারেশন জ্যাকপট' সিনেমায় অনন্ত জলিলের লুক

সিনেমায় এমন লুকে দেখা যাবে অনন্ত জলিলকে। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হবে সিনেমা 'অপারেশন জ্যাকপট'। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকবেন আরও আটজন নায়ক। কারা থাকছেন এসব বিভিন্ন চরিত্রে তা ঠিক হয়নি বলে জানা গেছে।

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অপারেশন জ্যাকপট সিনেমাটা নিয়ে বেশ অনেকদিন থেকে কথা হচ্ছে। আজ বুধবার এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু হবে। আমাকে এমন লুকে দেখা সিনেমাটিতে।'

সিনেমার কাহিনী আবর্তিত হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে। মুক্তিযুদ্ধের সময় 'অপারেশন জ্যাকপট' নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago