নিপুণের প্যানেলের সভাপতি হলেন সোনালি দিনের যে নায়ক

নিপুণ ও কলি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৭ এপ্রিল। ইতোমধ্যে প্যানেল গোছানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন প্যানেলের সভাপতি খুঁজছিলেন নিপুণ আক্তার। কারণ গত মাসে তার প্যানেলের সভাপতি ইলিয়াস কঞ্চন নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

অবশেষে সভাপতি খুঁজে পেয়েছেন তিনি। তার প্যানেলে সভাপতি হচ্ছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি।

আজ রোববার সন্ধ্যায় এ বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিপুণ বলেন, 'আমার সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে থাকছেন মাহমুদ কলি।'

মাহমুদ কলি ছিলেন আশি ও নব্বই দশকের নায়ক। তার প্রথম সিনেমা 'মাস্তান'। মোট ৬১টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তারমধ্যে উল্লেখযোগ্য 'লাভ ইন সিঙ্গাপুর', 'গোলমাল', 'নেপালি মেয়ে', 'শ্বশুরবাড়ি', 'সুপারস্টার', 'গ্রেফতার', 'খামোশ', 'মহান', 'দেশ বিদেশ, 'মা বাপ' ইত্যাদি।

মাহমুদ কলি ১৯৯১ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার সঙ্গে সভাপতি ছিলেন অভিনেতা আহমেদ শরীফ। এরপর একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে ১৯৯৫-১৯৯৭ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

তবে এর পরের বছরে তিনি অভিনেতা মিজু আহমেদকে নিয়ে নতুন প্যানেলে সভাপতি পদে নির্বাচিত হন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।

Comments

The Daily Star  | English

Major Israeli rights groups brand Gaza campaign 'genocide'

Israeli pressure groups B'Tselem and Physicians for Human Rights warned in a joint statement on Monday

29m ago