এবার হিন্দি গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবার ঈদেও এক গুচ্ছ গান নিয়ে আসছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। 

তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে।

এবার একটি নয়, দুটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তার একক সঙ্গীতানুষ্ঠান 'তুমি শুধু আমারই থেকো'। অনুষ্ঠানে  মোট ১০টি গান থাকছে। 

বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। গানের মধ্যে আছে-আমায় ভালোবাসো না, তোমার চোখ দুটি, তুমি যে শুধু আমার, যাবে যদি চলে যাও এবং বুকের মাঝে রাখবো শিরোনামের গান। 

গজলের মধ্যে থাকছে-মেরে মিতুয়া, ম্যায় জিস দিন, জানে কাহা, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।

ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান 'লেকে পেহেলা পেহেলা পেয়ার'। একক ও ডুয়েট হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। 

ডুয়েট গানগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকছেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী। 

এটিএন বাংলার পাশাপাশি এবারের ঈদেও এটিএন নিউজে প্রচার হবে মাহফুজুর রহমানের সঙ্গীতানুষ্ঠান 'দু চোখে শুধু তুমি'। 

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

3h ago