তুফান: প্রথম টিজারে বিধ্বংসী শাকিব, রহস্যের হাসি চঞ্চলের

তুফান সিনেমার টিজারে শাকিব ও চঞ্চলের লুক। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ঈদুল আজহার 'তুফান' সিনেমার প্রথম টিজার আজ বিকেলে প্রকাশ পেয়েছে। 

এক মিনিট ২১ সেকেন্ডের এই টিজারে বন্দুক হাতে বিধ্বংসী রূপে শাকিব দেখা দিলেন বিভিন্নভাবে। 

সিনেমাটির পরিচালক রায়হান রাফী আগেই আভাস দিয়েছিলেন যে, আজ বাংলার আকাশে-বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! 

প্রথম টিজারে শাকিব খানকে বলতে শোনা যায়, 'পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। সে যা চাইবে, পাবে। যা করিতে চাইবে, করিবে। তাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...'

সিনেমাটির টিজারে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও। রহস্যের হাসি দিয়ে তাকে বলতে শোনা গেল, 'তুফান, খুব ভয় পাইছি রে।' 

'তুফান' সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকি। 

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

4h ago