বুবলির জিডি, দুই অভিযুক্তকে ডেকে সতর্ক করল সাইবার ক্রাইম ইউনিট

শবনম বুবলি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলি তার নামে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল বুধবার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

যাদের নামে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে চলচ্চিত্র অভিনেতা সুরুজ বাঙালি ও কনটেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে সাইবার ক্রাইম ইউনিটে ডেকে সতর্ক করা হয়েছে।

এর আগে সাধারণ ডায়েরিতে শবনম বুবলি বলেছেন, 'বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।'

প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাস আপনসহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago