বিনয়ী তাই ‘মিম ম্যাটেরিয়াল’ বাবিল

বাবিল খান। ছবি: সংগৃহীত

ইরফান খানের ছেলে বাবিল খানকে সবাই চেনেন তার বিনয়ী ও নম্র আচরণের জন্য, তবে এই একই কারণে এখন অনলাইনে ট্রলের শিকার তিনি। এখন ইন্টারনেটের প্রিয় 'মিম ম্যাটেরিয়াল' বাবিল খান।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর কারণে বাবিল উঠে এসেছেন আলোচনায়, ইন্টারনেট ছেয়ে গেছে নেতিবাচক মন্তব্যে। ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটে অনিচ্ছাকৃতভাবে এক নারীর ছবির ফ্রেমে ঢুকে গিয়েছেন বাবিল। সেটা খেয়াল করার পর সেই নারীর কাছে বেশ কয়েকবার ক্ষমা চান 'কালা' খ্যাত এই অভিনেতা।

অনেকের কাছে তার এই আচরণ 'টক্সিক' বলে মনে হয়েছে, অনেকে তাকে 'ভন্ড' বলেছেন, আবার অনেকে এটাকে 'পাবলিসিটি স্টান্ট' বলে দাবি করেছেন।

বাবিল খান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বলছেন, বাবিলের বিনয়ী ও নম্র আচরণকে আন্তরিক মনে হয় না, বরং মনে হয় তিনি অভিনয় করছেন।

তবে প্রশ্ন হলো, বিনয়ী বা নম্র হওয়া কবে থেকে খারাপ ব্যাপার, সমস্যাজনক হয়ে উঠল?  

ভারতের অনেক সংবাদমাধ্যম এর দায় বলিউডকে দিচ্ছেন। বলিউড সিনেমায় পুরুষ চরিত্রদের আমরা সাধারণত একটি ছাঁচে গড়া দেখি। পুরুষোচিত, বলিষ্ঠ, আধিপত্যশালী পুরুষ চরিত্ররা বরাবরই দর্শকদের বাহবা পেয়ে আসছেন।

'কবির সিং' সিনেমার কবির সিং কিংবা 'অ্যানিমেল' সিনেমার রণবিজয়ের মতো চরিত্রগুলোর জনপ্রিয়তা এর প্রমাণ। এই ছাঁচের বাইরে কাউকে দেখে আমরা অভ্যস্ত না। সমাজ নির্ধারিত 'পুরুষত্ব' এর ধারণার বাইরে যখন কাউকে দেখা যায়, তখন তাকে আমরা হয় দূর্বল ভাবি, নাহয় তার আচরণকে অভিনয় বলে মনে হয়। বাবিল খান এই মানসিকতার শিকার।

babil-khan-with-irrfan-khan_collected_ds
বাবা ইরফান খানের সঙ্গে বাবিল। ছবি: সংগৃহীত

তবে অনলাইনে নেতিবাচক মন্তব্যের উত্তর বাবিল দিয়েছেন ইনস্টাগ্রামে এক হৃদয়গ্রাহী ক্যাপশনের মাধ্যমে। ক্যাপশনে তিনি লেখেন, তার আচরণ কোনো কৌশল না, তাকে এভাবেই বড় করা হয়েছে। তিনি জানান, আসলে তিনি জনপ্রিয়তার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। তবে এই যাত্রায় যারা তার সাথে ছিলেন, তাকে ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন বাবিল।

Comments

The Daily Star  | English
Taka vs us dollar in Bangladesh

US dollar rises against taka

The American greenback was sold for as high as Tk 122.75 today, up from a high of Tk 122.30 last week

20m ago