‘অশ্লীল সিনেমার রাজত্ব শুরু হয়েছিল, তাই বড় পর্দায় কাজ করিনি’

তাহমিনা সুলতানা মৌ। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নায়িকা শাবনাজের ছোট বোন হলেও, তাহমিনা সুলতানা মৌ নিজের পরিচয়েই পরিচিত।

তাদের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে জড়িত। অনেক বছর ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন মৌ। গ্রামীণ গল্পের নাটকে বেশ সরব তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা ।

একসময় নাচও করতেন। শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের কাছে নাচ শিখেছেন। কিন্তু অভিনয়েই ব্যস্ততা বেশি তার।

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, শিগগিরই শুটিং শুরু করবেন।

তাহমিনা সুলতানা মৌ। ছবি: সংগৃহীত

সিনেমার নাম 'সংবাদ', পরিচালনা করবেন বরেণ্য পরিচালক আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

প্রথম সিনেমায় মৌ অভিনয় করবেন জুলেখা চরিত্রে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গল্পটা অনেক আগের। একসময় জমিদার বাড়ি ছিল। সেই সময়ের গল্প। জুলেখা চরিত্রে ভাল অভিনয়ের সুযোগ আছে।'

সিনেমা করতে এত বছর সময় কেন নিলেন, এ প্রশ্নের জবাবে মৌ বলেন, ''আমার বড় বোন শাবনাজ এ দেশের সিনেমার নন্দিত অভিনেত্রী। তিনিসহ অনেকেই একসময় সিনেমা থেকে দূরে সরে যান।'

'সিনেমার অবস্থা খারাপ হয়ে আসছিল। অশ্লীল সিনেমার রাজত্ব শুরু হয়েছিল তাই বড় পর্দায় কাজ করিনি। কাটপিসের যুগও ছিল। সেজন্য প্রস্তাব পেলেও তখন সাহস করিনি,' বলেন তিনি।

'সংবাদ' সিনেমায় অভিনয়ের কারণ জানতে চাইলে মৌ বলেন, 'গল্পটা ভালো লেগেছে, চরিত্র ভালো লেগেছে। সেজন্য করছি। মনে হচ্ছে ভালো কিছু হবে।'

সিনেমার পরিচালক প্রসঙ্গে তিনি বলেন, 'পরিচালক সোহেল আরমান একজন যোগ্য মানুষের সন্তান। আমজাদ হোসেনের মতো বিখ্যাত মানুষের সন্তান তিনি। তার কাজের ধরনও ভিন্ন।'

'সংবাদ' সিনেমায় 'জুলেখা' চরিত্রের জন্য কেমন প্রস্তুতি চলছে, জানতে চাইল তাহমিনা সুলতানা মৌ বলেন, 'বেশ ভালো প্রস্তুতি নিচ্ছি। জীবনের প্রথম সিনেমা সেজন্য আরও ভালো করে প্রস্তুতি নিচ্ছি। দর্শকরা যেন "জুলেখা" চরিত্রটিকে মনে রাখে।'

উল্লেখ্য, ১৯৯৯ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর 'চোর চোর' নাটক দিয়ে তাহমিনা সুলতানা মৌ পেশাদার অভিনয়শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নাটক করেছেন। পাশাপাশি মডেলিংও করেছেন তিনি। 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago