প্রায় ২ মাস পর এলো সোনালি দিনের নায়িকা সুনেত্রার মৃত্যু সংবাদ

সুনেত্রা। ছবি: সংগৃহীত

সোনালি দিনের দর্শকনন্দিত নায়িকা সুনেত্রা কলকাতায় মারা গেছেন।

গত ২৩ এপ্রিল তিনি মারা গেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বাংলাদেশি চিত্রনায়ক জায়েদ খান।

নিজের ভেরিফায়েড ফেসবুকে জায়েদ খান লিখেছেন, 'এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতা। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে-নিভৃত্বে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখবো আর আপনাকে মিস করবো।'

ছবি: সংগৃহীত

নায়িকা সুনেত্রা ১৯৭০ সালের ৭ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম রিনা সুনেত্রা কুমার। তাকে বাংলাদেশের চলচ্চিত্রে নিয়ে আসেন নির্মাতা মমতাজ আলী। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া 'উসিলা' সিনেমা দিয়ে ১৫ বছর বয়সে অভিষেক হয় সিনেমায়।

প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন সুপারস্টার নায়ক জাফর ইকবালকে। এরপর তিনি অভিনয় করেছেন 'বোনের মতো বোন', 'ভাবীর সংসার', 'সাধনা', 'রাজা মিস্ত্রি', 'যোগাযোগ', 'সুখের স্বপ্ন', 'আলাল দুলাল', 'শুকতারা', 'সহধর্মিনী', 'কুচবরণ কন্যা', 'বন্ধু আমার', 'শিমুল পারুল', 'ভাই আমার ভাই', 'লায়লা আমার লায়লা', 'দুঃখিনি মা', 'বিধান', 'নাচে নাগিন', 'ভুল বিচার', 'সর্পরানি', 'বিক্রম', 'বাদশা ভাই', 'রাজা জনি', 'আমার সংসার' সিনেমায়।

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

8h ago