আজ আসছে অমির 'ফিমেল ৪’

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে কাজল আরেফিন অমি নির্মিত 'ফিমেল ৪'। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলা।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, 'দর্শকরা আনন্দে হাসবে, চিৎকার করবে এই উদ্দেশ্যে ফিমেল ৪ বানিয়েছি। দেশে যখন হিট এলার্ট ছিল তখন আমরা প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করেছি। বড় পরিসরে আনতে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে।'

'যারা আমাকে ও ফিমেল ৪ কে নিয়ে নানা মন্তব্য করছেন তাদের শুধু বলব, একবার হলেও ফিমেল ৪ দেখুন। আমার বিশ্বাস, যারা একবার দেখবেন তারা প্রশংসা করে অন্যকে দেখতে অনুপ্রাণিত করবেন', যোগ করেন তিনি।

এর আগে অমি নির্মিত প্রথম ওয়েব সিরিজ 'হোটেল রিলাক্স', ওয়েব ফিল্ম 'অসময়' আলোচিত হয়েছিল। যার মধ্যে 'হোটেল রিল্যাক্স' ও অসময় ওটিটির অনেক রেকর্ড ভেঙে ফেলে।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

7h ago