ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে কমার্শিয়াল সিনেমা লাগবে: মিশা সওদাগর

মিশা সওদাগর ও ‘তুফান’ সিনেমার পোস্টার।

ঢালিউডে রেকর্ড সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর। ৮০০'র বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবারের ঈদেও তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে।

সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে 'তুফান'। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে 'তুফান'। 

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মিশা সওদাগর। 

'তুফান' এর সাফল্যের বিষয়ে তিনি বলেন, '"তুফান" একটি ফুল কমার্শিয়াল সিনেমা। আমি সবসময় বলে আসছি, কমার্শিয়াল সিনেমা বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে। আরও বলে আসছি, যে দেশে কমার্শিয়াল সিনেমা চলবে সে দেশের ইন্ডাস্ট্রি বেঁচে যাবে। এটাই সত্য। "তুফান" তার অন্যতম উদাহরণ।'

তিনি আরও বলেন, 'তামিল সিনেমা কেন মানুষ দেখে? ভাষা না বুঝেও কেউ কেউ দেখেন। কেন? কমার্শিয়াল সিনেমা বলেই দেখেন। তার মানে "লাপাতা লেডিস" যে হবে না তা কিন্তু না। কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে কমার্শিয়াল মুভি লাগবে।'

'শুধু কনটেন্ট দিয়ে সিনেমা শিল্প বাঁচানো যাবে না,' যোগ করেন তিনি।

ছবি: সংগৃহীত

দর্শকের ব্যাপক সাড়ায় কোনো কোনো হলে 'তুফান' এর শো বাড়ানো হয়েছে। ঢাকার বাইরেও কোনো কোনো হলে নাইট শো চলছে। 

দেশের বাইরেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে জানিয়ে মিশা সওদাগর বলেন, 'তুফানে'র সাফল্যে ভালো লাগছে। একজন অভিনেতা হিসেবে এটা সত্যিই আনন্দের বিষয়। দেখুন, "তুফান" কিন্তু পাকিস্তানেও মুক্তি পাচ্ছে। ওয়াল্ড ওয়াইড মুক্তি পাবে। হিন্দিতেও ডাবিং করে মুক্তি দেওয়া হবে। এটা তো "তুফান" সিনেমার জন্য সুখবর।'

'তুফান ইতিহাস গড়তে যাচ্ছে। নতুন জেনারেশন এটি দেখছে। বিশেষ করে ইয়াংরা দেখছেন,' বলেন তিনি।

"তুফান" সিনেমায় শাকিব খানের লুক ও অভিনয় দর্শকমহলে সাড়া জাগিয়েছে। জানতে চাইলে মিশা বলেন, 'শাকিব খান অসাধারণ অভিনয় করেছেন। দুর্দান্ত অভিনয় করেছেন। শাকিব খান কমার্শিয়াল মুভির নায়ক। আমিও এই ঘরাণার সিনেমার একজন অভিনেতা।'

এ সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয়েরও প্রশংসা করেছেন তিনি। মিশা সওদাগর বলেন, 'চঞ্চল চৌধুরী ভীষণ ট্যালেন্টেড অভিনেতা। তার বহু দর্শক আছে। দর্শক তাকে পছন্দ করেন। শাকিব খান, আমার ও চঞ্চলের দর্শক আছে। সবাই মিলে "তুফান" সিনেমায় ভালো করেছি।'

ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাণিজ্যিক ধারার সিনেমা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, '২-৩ টা সিনেমা মুক্তি পেলে প্রযোজক বাঁচবে কেমন করে? শুধু কনটেন্ট দিয়ে চলবে না। ইন্ডাস্ট্রি বাঁচবে না। স্বপ্ন, বাস্তবতা, সবকিছু কমার্শিয়াল মুভিকে ঘিরে।'

'আফরান নিশো, অপূর্ব, মোশাররফ করিম কাজ করুক। সবাই মিলে কাজ করলে সিনেমার জন্য ভালো। সবাইকে ওয়েলকাম জানাব। সব শিল্পীর অংশগ্রহণে চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে। আমি সবসময় চাই, সবাই মিলে কাজ করি। দেখুন, একটা আঙুলের চেয়ে ৫ টা আঙুলের শক্তি অনেক বেশি। মঞ্চ, টেলিভিশন সব মাধ্যমের সবাই মিলে যদি সিনেমায় ভালো করি তাহলে আমাদের চলচ্চিত্র শিল্প আরও বেটার করবে। তাই তো বলি, কমার্শিয়াল সিনেমা বাঁচলে ইন্ডাস্ট্রি মজবুত হবে,' তিনি বলেন।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

47m ago