সরকারকে প্রশ্ন করে ভারতে এমন সিনেমা নির্মাণে ঝুঁকি আছে: কমল হাসান

কমল হাসান ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

৬৯ বছর বয়সে সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখিয়েছেন দক্ষিণী তারকা কমল হাসান। 'ইন্ডিয়ান ২' র ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসায় ভাসছেন তিনি।

সম্প্রতি 'ইন্ডিয়ান ২' সিনেমার ট্রেলার প্রকাশের এক অনুষ্ঠানে ভারতের দুর্নীতি ও সরকারের সমালোচনা আছে এমন সিনেমার 'ঝুঁকি' নিয়ে কথা বলেন তিনি।

সরকারকে প্রশ্নবিদ্ধ করে ভারতে এমন চলচ্চিত্র নির্মাণ করা কঠিন কি না জানতে চাইলে কমল হাসান এমন চলচ্চিত্র নির্মাণে ঝুঁকি রয়েছে বলে স্বীকার করেন।

তিনি বলেন, 'ব্রিটিশ আমল থেকেই এই সমস্যা চলছে। মানুষ তখনও চলচ্চিত্র বানিয়েছে। আমরা এই ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে থাকব, কে ক্ষমতার শীর্ষে আছে তাতে কিছু যায় আসে না। কেবল চলচ্চিত্র নির্মাতা নয়, এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা নাগরিকের অধিকার।'

তিনি আরও বলেন, 'আমরা, শিল্পী হিসাবে, আপনাদের অনেকের প্রতিনিধিত্ব করি। আমরা বিশ্বাস করি যে আমরা আপনাদের প্রতিনিধি, তাই আমরা গিলোটিনের কথা না ভেবে সাহসের সঙ্গে কথা বলি। হ্যাঁ, ঝুঁকি আছে, সরকার ক্ষুব্ধ হতে পারে, কিন্তু আপনার করতালি সেই ক্ষোভ নিভিয়ে দেয়, তাই আপনারা আমাদের আরও সমর্থন করুন।'

ভারতের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে তিনি বলেন, 'দুর্নীতির জন্য আমরা সবাই দায়ী এবং আমাদের সবার মানসিকতা পরিবর্তন করতে হবে…দুর্নীতির কারণে আমাদের কোনো উন্নয়ন হয়নি।'

উল্লেখ্য, ১৯৯৬ সালের সুপারহিট সিনেমা 'ইন্ডিয়ান' এর সিক্যুয়েল 'ইন্ডিয়ান ২: জিরো টলারেন্স' এটি। এই সিনেমা নিয়ে পরিচালনায় ফিরলেন 'রোবট'খ্যাত নির্মাতা শঙ্কর। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

সিনেমায় কমল হাসান মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সিদ্ধার্থ, এবং রাকুল প্রীত সিং। আগামী ১২ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে 'ইন্ডিয়ান ২'।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago