মেসির জন্যই আর্জেন্টিনা সমর্থন করি: মেহজাবীন

আর্জেন্টিনার খেলা দেখতে স্টেডিয়ামে মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই সময়ের দর্শকনন্দিত অভিনয়শিল্পী মেহজাবীন। তার নাটক মাত্রই বিপুল সাড়া পড়ে দর্শকদের মাঝে। ওয়েব সিরিজেও সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বর্তমানে তিনি আমেরিকায় আছেন। কোপা আমেরিকা আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন মেহজাবীন নিউজার্সির একটি স্টেডিয়ামে বসে।

আজ শুক্রবার দ্য ডেইলি স্টারের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

মেহজাবীন বলেন, 'ফুটবল ও ক্রিকেট নিয়ে তুলনা করতে বললে আমি বলব ফুটবল খেলা আমার বেশি পছন্দের। দুটো খেলাই উপভোগ করি। কিন্তু ফুটবল বেশি টানে। কয়েকদিন আগে আমেরিকায় এসেছি। নিউজার্সিতে থাকছি। এখানেই খেলা হয়ে গেল। হঠাৎ মনে হলো আর্জেন্টিনার খেলা দেখব।'

'তারপর টিকেট কাটার চেষ্টা করি। কিন্তু টিকেট পাই না। শেষ সময়ে এসে সৌভাগ্যবশত দুটি টিকেট পাই। তারপর আমি ও ফারিণ খেলা দেখতে যাই। গ্যালারিতে দেখতে পাই শতকরা ৯০ জন দর্শক আর্জেন্টিনার সাপোর্টার,' বলেন তিনি।

খেলা দেখতে স্টেডিয়ামে ফারিণ ও মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

খেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'খুব ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে খেলা দেখব। সেই চাওয়াটা পূরণ হয়েছে। অনেক আনন্দ ও উওেজনা নিয়ে খেলা দেখেছি। হইচই করেছি। তারপর তো জয় হয়েছে প্রিয় দলের। মেসির খেলা ভীষণ উপভোগ করেছি।'

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও প্রিয় খেলোয়াড় মেসির ব্যাপারে মেহজাবিন বলেন, 'মূলত আমি মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। মেসি একবার বাংলাদেশে গিয়েছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এইবার দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।'

স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মেহজাবিন। জানতে চাইলে তিনি বলেন, 'খেলা দেখব বলব আমেরিকায় এসেই আর্জেন্টিনার জার্সি কনেছি। প্রিয় দলের খেলা দেখব, মেসির খেলা দেখব অথচ জার্সি পরে যাব না?'

আর্জেন্টিনার জার্সি পরা ছবিটির পাশাপাশি মেহজাবিন ব্রাজিল ফুটবল দলের জার্সি পরে আছেন এমন একটি ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। জানতে চাইলে ছবিটি এডিটেড বলে জানান তিনি।

খেলা দেখতে স্টেডিয়ামে মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মেহজাবিন বলেন, 'ওটা একটা টিভিসির জন্য নীল পোশাক পরা ছবি। শেষ বিশ্বকাপ ফুটবল খেলার সময় ছবিটি একজন আমাকে সম্পাদনা করে পাঠিয়েছিলেন। ওটা এডিটেড ছবি। সেটাই ফেসবুকে দিয়েছিলাম। মূল ছবিটি আমার কাছে এখনো রয়ে গেছে।'

'খেলা সবসময় সুন্দর কিছু বয়ে আনে। খেলা উপভোগ করতে হয়। আমিও তাই করেছি। আমি আর্জেন্টিনার সমর্থক। মেসির জন্যই আর্জেন্টিনা সমর্থন করি। গত বিশ্বকাপেও এই দলই সমর্থন করেছি। আমার একটাই কথা, একেকজন একেক দল সমর্থন করতেই পারেন। খেলা নিয়ে একজন অপরজনকে আঘাত করে কিছু বলা ঠিক না। খেলা উপভোগ করার বিষয়,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Some banks hit by capital squeeze

State-owned, Islamic Shariah-based, and specialised banks have seen deeper deterioration in their financial positions, whereas private commercial banks and foreign banks remain on firmer ground.

9h ago