যে চ্যালেঞ্জ আমি নিতে পারব না, তা ‘সাবা’ নিয়েছে: মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শোবিজে ১৪ বছরের ক্যারিয়ার মেহজাবীনের। ছোট পর্দায় খুবই জনপ্রিয় এই অভিনেত্রী। সুনাম কুড়িয়েছেন ওটিটিতেও। 

ভক্তদের চাওয়া ছিল, কবে সিনেমায় দেখা যাবে প্রিয় শিল্পী মেহজাবীনকে?

অপেক্ষার পালা শেষ। 'সাবা' সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার নাম ভূমিকায় দেখা যাবে এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে।

চলতি বছর মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা 'সাবা' মুক্তির সম্ভাবনা আছে। 

সিনেমায় কাজ করা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মেহজাবীন।

তিনি বলেন, 'দর্শকদের প্রতি আমার আস্থা আছে। তাদের প্রতি গভীর ভালোবাসা। আমার সব কাজকে তারা শুধু ভালোবাসে না, ভালো-মন্দ নিয়ে কথা বলে। এটা আমার ভালো লাগে।'

'দর্শকদের বলব, আমার প্রথম সিনেমা সবাই হলে গিয়ে দেখুক। আমার অভিনয়, চরিত্র, গল্প, কেমন লাগল তা নিয়ে কথা বলুক। আমার অভিনীত প্রথম সিনেমা সাবা। আশা করছি সিনেমার গল্পের সঙ্গে সবাই কানেক্ট করতে পারবে। বাকিটা মুক্তির পর দর্শকদের ওপর ছেড়ে দিলাম,' বলেন তিনি।

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিনেমার 'সাবা' চরিত্র প্রসঙ্গে মেহজাবীন বলেন, 'আমি চেষ্টা করেছি একটা মানুষ দেখানো, চরিত্র দেখানো, সাবা হয়ে উঠতে চেষ্টা করেছি। সাবা চরিত্রটি কেমন একটু বলি। ওর ভাবনার সঙ্গে অনেকের মিলবে না। যে চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে নিতে পারব না, কিন্তু সিনেমার "সাবা" পেরেছে। সাবা চ্যালেঞ্জ নিয়েছে। সাবা অনেক সাহসী। ওর মতো সাহসী হতে পারব না।'

'ঢাকার মধ্যেই আমরা শুটিং করেছি। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। মোস্তফা মনওয়ার আছেন। সব মিলিয়ে সুন্দর একটি সিনেমা হয়েছে,' বলেন তিনি।

কীভাবে মেহজাবীন সিনেমায়, জানতে চাইলে তিনি বলেন, 'একটু পেছন ফিরে যাই, কীভাবে সিনেমায় এলাম। ২০২২ সালের কথা। ছোট করে গল্পটা পাঠালেন পরিচালক মাকসুদ হোসেন। পড়ে ভালো লাগল। তারপর পরিচালকের সঙ্গে সিনেমা নিয়ে প্রথম মিটিং হলো। এটুকু বলে রাখি, পরিচালক এই সিনেমার পেছনে অনেক সময় দিয়েছেন। দুই বছর তো হবেই। তিনিও খুব আশাবাদী কাজটি নিয়ে।'

মেহজাবীন বলেন, '২০২২ সালে আমি নাটক নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তখন ঈদের শুটিং ছিল খুব বেশি। শুটিং শেষ হওয়ার পর চূড়ান্ত স্ক্রিপ্ট পাই পরিচালকের কাছ থেকে। সেটা পড়ে আরও ভালো লাগে। সিদ্ধান্ত নিলাম সিনেমাটি করব।'

'সেসময় শেষ নাটক করেছিলাম কাজলের দিনরাত্রি। এরপর বেশকিছু সময় কাজ করিনি। "সাবা" সিনেমার জন্য অনেকটা সময় প্রস্তুতি নিতে পেরেছিলাম। চরিত্র নিয়ে ভাবনার সময় ছিল। তখন নিজেকে সময় দিচ্ছিলাম। ২০২৩ সালের জানুয়ারিতে আমরা শুটিং শুরু করি। ১৮ জানুয়ারি শুটিং শুরু হয় আর ফেব্রুয়ারির কোনো একদিন শেষ হয়,' বলেন তিনি।

এডিটিং, ডাবিং, পোস্ট প্রোডাকশনসহ অন্যান্য কাজগুলো যত্ন নিয়ে গত এক বছরে করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মেহজাবীন বলেন, 'গত মাসে আমরা সিদ্ধান্ত নিই, "সাবা" সিনেমার কথা সবাইকে জানাব। তারপর জানিয়ে দিই। এভাবেই প্রথম সিনেমার সঙ্গে জড়ানো। এখন অপেক্ষা করছি কবে মুক্তি পাবে। সবার সঙ্গে আমিও হলে গিয়ে "সাবা" দেখব।'

'এটি সম্পর্কের গল্প, সুন্দর একটা সম্পর্ক দেখানো হয়েছে। দর্শকদের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। দর্শকদের কাছে চাইব, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুক,' বলেন তিনি।


 

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

7h ago