‘ডাবল উত্তেজনা’য় মেহজাবীন

ছবি: সংগৃহীত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনয়শিল্পী মেহজাবীন। এরই মাঝে খবর পেলেন, তার অভিনীত প্রথম সিনেমা 'সাবা' যাচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'সাবা' সিনেমা জায়গা করে নেওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন বলেন, 'ভীষণ ভালো লাগা কাজ করছে। অনেক খুশি আমি। "সাবা" সিনেমার পুরো টিম খুশি। ডাবল উত্তেজনা কাজ করছে।'

তিনি বলেন, 'টরন্টো চলচ্চিত্র উৎসবে "সাবা" সিনেমা সবাই খুব ভালোভাবে নিয়েছেন। অনেকেই প্রশংসা করেছেন। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন।'

মেহজাবীন চৌধুরী, দ্য সাইলেন্স, ভিকি জাহেদ,
মেহজাবীন চৌধুরী। স্টার ফাইল ফটো

তার ভাষ্য, '"সাবা" সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র দেশের বাইরে পরিচিতি পাচ্ছে। আরও অনেকের সিনেমা দেশের বাইরে যাচ্ছে। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক। কেননা, বিদেশে আমাদের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করছে।'

এই বিষয়ে তিনি আরও বলেন, 'এভাবেই বিদেশে আমাদের সিনেমা জায়গা করে নেবে। আরও আগে থেকে যদি বেশি বেশি সিনেমা বিদেশে যেতো, তাহলে আরও ভালো হতো।'

'আমরা বাংলা ভাষার সিনেমা নিয়ে বিদেশে যাচ্ছি, ওরা আমাদের কালচার বুঝতে পারছে, আমাদের কালচার সম্পর্কে জানছে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা বড় দিক,' যোগ করেন তিনি।

টরন্টোতে প্রথম প্রিমিয়ার বিষয়ে মেহজাবীন বলেন, 'ওখানে এবারই প্রথম আমি দেখেছি, বিদেশি দর্শকরা ভিনদেশি একটি সিনেমা দেখার সময় কীভাবে আপন করে নিচ্ছে। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।'

মেহজাবীন। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

'সত্যি কথা বলতে, মা-মেয়ের সম্পর্ক তো ইউনিভার্সাল। এটা সবাই বোঝে,' যোগ করেন তিনি।

বুসান চলচ্চিত্র উৎসবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'ইচ্ছে আছে। দেখি কী হয়। যেতে পারলে ভালো লাগবে।'

'সাবা' বাংলাদেশে কবে নাগাদ মুক্তি পেতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আশা করছি আগামী বছর মুক্তি পাবে। তখন আমাদের দেশের দর্শকরা দেখতে পারবেন।'

Comments

The Daily Star  | English

American doctors who exposed the Nixon–Kissinger lies

Due to its strong ties to Pakistan as a Cold War ally, the Nixon administration declined to recognise the genocide.

10h ago