১৩ ডিসেম্বর সিনেমা হলে ফারুকীর ‘৮৪০’

দর্শকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত '৮৪০' চলতি মাসের ১৩ তারিখ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

ট্রেইলার রিলিজের পর পরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০, যার পুরো নাম 'ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড'। ৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় এর অফিসিয়াল পোস্টার।

নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন এতে।

এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে '৪২০' নির্মাণ করে আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আসতে চলেছে সেই '৪২০'এর ডাবল-আপ '৮৪০'।

সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago