‘আমি আলমগীর’ শোতে জীবনের কথা

আলমগীর। ছবি: সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর। তিনি মনে করেন, একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।

নতুন খবর জানা গেল বাংলা চলচ্চিত্রের এই তারকা অভিনেতাকে নিয়ে। প্রথমবারের মতো একটি পডকাস্ট শোতে আসছেন তিনি। 'আমি আলমগীর' শীর্ষক এই শোতে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন তিনি। প্রথম শোতে সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি।

নায়ক আলমগীর বলেন, 'আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।'

আজ রোববার রাত আটটায় আইস অন (Eyes On) ফেসবুক পেজ ও আইস অন স্টুডিও (Eyes On Studio) ইউটিউব চ্যানেলে শোটির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে রাত আটটায় প্রচার শুরু হবে তার প্রথম পডকাস্ট 'আমি আলমগীর'।
 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago