ঈদে অভিনয়-গানে পড়শী

পড়শী
পড়শী। ছবি: সংগৃহীত

আসছে ঈদে অভিনয় আর গানে দেখা মিলবে পড়শীর।

মহিদুল মহিম পরিচালিত 'হৃদয়ের এক কোণে' নাটকের টাইটেল গানে আভরাল সাহিরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। আসছে ঈদে একটি কোম্পানির ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।

এছাড়া একই পরিচালকের 'ফেরারি মন' নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম 'তুই যে আমার'। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির। 'ফেরারী মন' নাটকে গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পড়শী অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের বিপরীতে।

পড়শী বলেন, 'একইসঙ্গে নাটকে অভিনয় আর গান গাওয়ার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। গল্প, চরিত্র, নির্মাণ এবং নাটকের গান সবকিছু মিলিয়ে হৃদয়ের এক কোণে ও ফেরারি মন নাটক দুটি দর্শক হৃদয় জয় করে বলেই আশা করছি।'

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

59m ago