ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলচ্চিত্র শিল্পী সমিতি

চলচ্চিত্র শিল্পী সমিতি
ছবি: স্টার

সারাদেশে ধর্ষণের বিচার চেয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। চলছে বিক্ষোভ, প্রতিবাদ। এরমধ্যে আজ সোমবার বিকেলে বিএফডিসিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।

শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সব ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন শিল্পীরা। সমাবেশে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, রোজিনা, শিপন মিত্র, জয় চৌধুরী, মুক্তিসহ অন্য শিল্পীরা।

প্রতিবাদসভায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, 'আমরা সবাই অবগত যে কী হয়েছে, চারদিকে কী ঘটছে। আমরা সবাই এই বিষয়ে সোচ্চার যে আমরা কী করতে চাই, কী বলতে চাই। ওই চাওয়া-পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। আমরা চাই শিশু ধর্ষণসহ সব ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।'

অভিনেত্রী রোজিনা বলেন, 'একটি সভ্য সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।আমরা চাই না আর কোনো শিশু ধর্ষণের শিকার হোক।'

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

12h ago