টগর সিনেমার টাইটেল গানে আসিফ আকবর

আসিফ আকবর

বাংলা সিনেমার প্লেব্যাকে অনন্য নাম আসিফ আকবর। বিভিন্ন কারণে দীর্ঘদিন প্লেব্যাক থেকে দূরে ছিলেন তিনি। বিরতি কাটিয়ে হাতেগোনা কিছু কাজ করছেন। সেই তালিকায় যোগ হয়েছে টগর সিনেমার গান।

আলোক হাসান পরিচালিত টগর সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠশিল্পী। গানের সঙ্গে পর্দায় থাকবেন আদর আজাদ। গানটির কথা লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর-সংগীত করেছেন আয়ুষ দাস। গানটির কথা হলো 'হবেরে খেলা, কাঁপবে শহর, খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর'।'

গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, 'অনেকদিন পর এমন একটা গানে কণ্ঠ দিলাম। এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। সিনেমার প্রযোজক-পরিচালক যখন বললেন, এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজ থেকে অনুভব করে গান গাইতে রাজি হয়েছি। গানটি পেয়ে আমারও ভালো লেগেছে।'

এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনায় টগর সিনেমায় আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত। 

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

1h ago