মহানায়িকার জন্মদিনে অজানা কিছু কথা

সুচিত্রা সেন

মহানায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন আজ।

দর্শকরা আজও নস্টালজিয়ায় মুগ্ধ হয়ে সুচিত্রা সেন অভিনীত সিনেমাগুলো দেখেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি মারা যান কিংবদন্তি এই অভিনেত্রী।

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি চিরস্মরণীয়। তারা প্রায় ৩০ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন। 'সাড়ে চুয়াত্তর' সিনেমাটি প্রথম এক ফ্রেমে দেখা যায় এই জুটিকে।

সুচিত্রা সেনের জন্মদিনে তুলে ধরা হলো তার জীবনের অজানা কিছু ঘটনা।

  • সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা সিনেমা 'শেষ কোথায়' আজও মুক্তি পায়নি। ১৯৫২ সালে নির্মিত হয়েছিল সিনেমাটি।
  • ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে 'সাত পাকে বাঁধা' সিনেমার জন্য স্বীকৃতি পান সুচিত্রা সেন। আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রথম বাঙালি অভিনেত্রী তিনি।
  • বলিউডে 'দেবদাস' উপন্যাস অবলম্বনে বেশ কয়েকটি সিনেমা হয়েছে। পার্বতী চরিত্রে প্রথম অভিনয় করেছেন সুচিত্রা সেন। বলিউডে সুচিত্রা সেনের প্রথম সিনেমা ছিল 'দেবদাস'।
  • সুচিত্রা সেন দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন। পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লি যেতে হতো তাকে। তিনি জনসমক্ষে আসতে চাননি।
  • শুটিং ডেট না থাকার কারণে সত্যজিৎ রায়ের 'চৌধুরানী' সিনেমাতে কাজ করতে চাননি সুচিত্রা সেন। সে কারণে সত্যজিৎ রায় সিনেমাটিই আর বানাননি।

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

1h ago