হাবিবকে ছেলে নয়, সংগীতশিল্পী হিসেবে দেখেছি: ফেরদৌস ওয়াহিদ

ছবি: সংগৃহীত

এক সময়ের সাড়া জাগানো পপ গানের শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবার নতুন পরিচয়ে সবার সামনে আসছেন। গানের মানুষ পরিচয়ের বাইরে তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। দর্শকরা এখন তাকে দেখবেন একজন উপস্থাপক হিসেবে।

ফেরদৌস ওয়াহিদ চ্যানেল আইয়ের জন্য নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এই অনুষ্ঠানটির নাম 'চেনা মুখ দুঃখ সুখ'।

আজ বুধবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, উপস্থাপনা আগেও করেছি। তবে, অত বড় পরিসরে নয়। কিন্তু এবারই প্রথম বড় পরিসরে, বড় আয়োজনে একটি অনুষ্ঠান উপস্থাপনা করলাম।

'চেনা মুখ দুঃখ সুখ' অনুষ্ঠানের মূল বিশেষত্ব কী, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকগুলো বিশেষত্ব আছে। একটি বলছি। তা হচ্ছে—এই অনুষ্ঠানে শুধু সংগীতশিল্পীরা অতিথি হয়ে আসবেন। এছাড়া, অতিথিদের কোনো ব্যক্তিগত প্রশ্ন করা হবে না। শুধুমাত্র তার সংগীতজীবন, তার ক্যারিয়ার নিয়ে কথা বলা হবে।

উপস্থাপনা কতটা উপভোগ করছেন, জানতে চাইলে পপ গানের নন্দিত এই শিল্পী বলেন, শতভাগ উপভোগ করছি। অনেক বেশি উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে উপস্থাপনা। আমি আমার মতো করে কাজটি করেছি। অনেক আনন্দ পেয়েছি। খুব ভালো লাগছে। নতুন কাজ, নতুন অভিজ্ঞতা, সত্যিই ভালো লাগছে।

ছবি: সংগৃহীত

'চেনা মুখ দুঃখ সুখ' অনুষ্ঠানের ১৬টি পর্ব হবে। যতগুলো শুটিং করেছেন, তার মধ্যে একটি পর্বের অতিথি হয়ে এসেছেন তার ছেলে, জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ।

ছেলের সঙ্গে উপস্থাপনা করে কেমন লেগেছে, এর জবাবে তিনি বলেন, ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। দুজনেই আনন্দ নিয়ে কথা বলেছি।

'পর্দায় হাবিব ওয়াহিদ একজন সংগীতশিল্পী, সংগীত পরিচালক, সুরকার। হাবিব ওয়াহিদকে ছেলে হিসেবে নয়, সংগীতশিল্পী হিসেবে দেখেছি। আমি আমার মতো করে প্রশ্ন করেছি, হাবিব তার মতো করে জবাব দিয়েছে', বলেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি গানের মানুষ। সারাজীবন গান করেছি। এখনো গানের সঙ্গেই আছি। নতুন করে নতুনভাবে একটি অনুষ্ঠান করলাম। আশা করছি দর্শকরা সাদরে গ্রহণ করবেন।

ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় 'চেনা মুখ দুঃখ সুখ' নামের অনুষ্ঠানটি ৩০ এপ্রিল থেকে চ্যানেল আইয়ে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রযোজনা করেছেন পুনম প্রিয়ম।

উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন ফেরদৌস ওয়াহিদ।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago