ঈদের সিনেমার নায়কেরা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আর দুইদিন বাকি। এবারের ঈদে কী কী সিনেমা মুক্তি পাবে, তা চূড়ান্ত হয়ে গেছে। সুপারস্টার শাকিব খানের 'তাণ্ডব'সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে।

জানা যাক, এবারের ঈদের সিনেমার নায়ক কারা।

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বরাবরের মতো ঈদের সিনেমার নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। তার সিনেমা মানেই দর্শকদের ভিড়। তার সিনেমা মানেই বাড়তি আগ্রহ, উৎসব। এই ধারা অবশ্য গত কয়েকবছর ধরে শাকিব খানের ক্যারিয়ারে ঘটছে। 
বিশেষ করে গত কয়েকবছর ধরে ঈদের বড় বাজেটের সিনেমার নায়ক হিসেবে তিনি থাকছেন। সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে তার সিনেমা মুক্তি পেয়ে আসছে। আর এই ঈদে রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমার নায়ক তিনি। ইতোমধ্যে 'তাণ্ডব'-ঝড় শুরু হয়ে গেছে দর্শকদের মাঝে।

শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

শরীফুল রাজ এবারের ঈদের সিনেমার নায়কদের অন্যতম একজন। 'ইনসাফ' দিয়ে এই ঈদে বড় পর্দায় ফিরছেন তিনি। এর আগে আলোচিত কিছু সিনেমা তিনি করেছেন এবং দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে 'পরাণ' সিনেমা দিয়ে তিনি ভালো অবস্থান গড়েছেন। 'ইনসাফ' সিনেমায় রাজের গেটআপ পছন্দ করেছেন অনেকেই। বলা যায়, নতুনভাবে পর্দায় আসছেন তিনি। সিনেমাপাড়ায় জোর আলোচনা চলছে—সঞ্জয় সমদ্দারের 'ইনসাফ' সিনেমার নায়ক হিসেবে রাজ ঝড় তুলবেন।

আরিফিন শুভ
আরিফিন শুভ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

আরিফিন শুভ দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা দিয়ে ঈদে আসছেন দর্শকদের সামনে। 'নীলচক্র' সিনেমার নায়ক তিনি। এই ঈদের সিনেমার নায়ক তিনিও। ক্যারিয়ারে অনেকগুলো সিনেমা করেছেন। পেয়েছেন পরিচিতি, ভালোবাসা। আবার, মাঝে ছন্দপতনও ঘটেছিল। তারপরও তিনি থেমে থাকেননি। 'নীলচক্র' পরিচালনা করেছেন মিঠু খান। আরিফিন শুভর ভক্তরা মনে করছেন, 'নীলচক্র' দিয়ে নতুন করে যাত্রা করবেন এই নায়ক।

ছবি: স্টার

সমাজ, সংসার, ভালোবাসার টানাপোড়েন নিয়ে এবারের ঈদে আসছে 'টগর' সিনেমা। পরিচালনা করেছেন আলোক হাসান। নায়ক হিসেবে আছেন আদর আজাদ। গত কয়েকদিনে 'টগর' সিনেমার পোস্টার, গান, ট্রেলার দর্শকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। আদর আজাদ নায়ক হিসেবে ভালো কিছু সিনেমা উপহার দিয়েছেন। নতুন একটি ইমেজ তিনি গড়ে তুলেছেন। তার নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরি।

zahid hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: স্টার

তানিম নূর পরিচালিত 'উৎসব' সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে। এক ঝাঁক তারকা অভিনয় করেছেন। শুরু থেকেই বলা হচ্ছে এটি পারিবারিক গল্পের সিনেমা। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী একসঙ্গে প্রথমবার 'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন।

ছবি: সংগৃহীত

এখন দেখা যাক, ঈদের সিনেমার নায়কদের মধ্যে কে বেশি এগিয়ে থাকেন, কার সিনেমা দর্শকরা বেশি গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

29m ago