কতটা জমল ঈদের সিনেমা

ঈদের সিনেমা

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা।

তারমধ্যে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমাটি। সারাদেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ময়মনসিংহের ছায়াবাণী, রাজশাহীর রাজতিলক, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে রাত ১২টা-৩টা মিডনাইট শো চলছে।

সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন অভিনেত্রী জয়া আহসান। তাণ্ডব সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালো চলছে। সিনেমাটির প্রযোজনা সূত্রে জানা গেছে, গতকাল ইদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে ৮২ শোর মধ্যে ৭৬টি শো হাউজফুল গেছে। ছয়টি শো মোটামুটি গেছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত 'ইনসাফ' সিনেমার কথা বলছে অনেক দর্শক। শরীফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমাটি দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ঈদের পঞ্চম দিন পর্যন্ত সিনেমাটি বেশ চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, 'ইনসাফ' সিনেমাটি মাল্টিপ্লেক্সে অনেক শো হাউজফুল যাচ্ছে। বেশ কয়েকটি শো বেড়েছে সিনেমাটির।

আরেকটি সিনেমার কথা বলছেন দর্শক। সেটি হলো তানিম নূর পরিচালিত 'উৎসব'। মুক্তির পঞ্চম দিনে এসে সিনেমার শো বেড়েছে। গতকাল মুক্তির পঞ্চম দিন প্রায় সবগুলো শো হাউজফুল গেছে উৎসব সিনেমাটির। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় 'উৎসব' সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে ১৩টি হয়েছে।  দ্বিতীয় সপ্তাহে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরাণীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হবে 'উৎসব'।

'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি।

এছাড়া ঈদের অন্য সিনেমার মধ্যে আরিফিন শুভ অভিনীত মিঠু খান পরিচালত 'নীলচক্র' শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সাইবার অপরাধভিত্তিক এই থ্রিলার সিনেমাটি শুধুমাত্র প্রচার, প্রমোশনের অভাবে সুবিধা করতে পারেনি। এই সিনেমায় আরো অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বীসহ অনেকেই।

ঈদে সাত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'টগর' সিনেমাটি ঈদের পঞ্চমদিন পর্যন্ত খুব সুবিধাজনক অবস্থানে নেই। আদর আজাদ ও পূজা চেরী অভিনীত আলোক হাসান পরিচালিত 'টগর' সিনেমাটি নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকদের মাঝে তেমন আগ্রহ দেখা যায়নি।

আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ অভিনীত 'এশা মার্ডার: কর্মফল' সিনেমাটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সানী সানোয়ার পরিচালিত সিনেমাটি যতটা সাড়া ফেলার কথা তেমন ফেলতে পারেনি। কয়েকটি মাল্টিপ্লেক্সে চলছে সিনেমাটি।

ঈদের সিনেমা প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদে আমরা তাণ্ডব সিনেমা চালাচ্ছি। ঈদের পঞ্চম দিন পর্যন্ত বেশ ভালো সাড়া পেয়েছি। দ্বিতীয় সপ্তাহে বোঝা যাবে সিনেমাটি কী হবে। আসলে ঈদের ছুটিতে মানুষ সিনেমার মাঝে বিনোদন নিতে চান। দ্বিতীয় সপ্তাহে ঈদের ছুটির পর কেমন হবে সেটা দেখার বিষয়।'

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানান, তাণ্ডব সিনেমায় দর্শকদের বেশি সাড়া পাচ্ছেন। ইনসাফ ও উৎসবও বেশ ভালো চলছে। নীলচক্র, এশা মার্ডার মোটামুটি চলছে। দ্বিতীয় সপ্তাহে দেখা যাবে কোনটা কোন অবস্থানে থাকে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সে তাণ্ডব সিনেমার ৪২ শো, উৎসব সিনেমার ১৩ শো, ইনসাফ সিনেমার ১২ শো, নীলচক্র সিনেমার ৩ শো, এশা মার্ডার সিনেমার ৩ শো চলছে।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

21m ago